ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা ডি সিলভা ভারত নিয়ে বিরাট মন্তব্য করলেন। তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে 'কৌশলগত জোট' বা 'স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স' গড়ে তোলার পরিকল্পনা রয়েছে ব্রাজিলের। এক্ষেত্রে রাজনৈতিক, অর্থনৈতিক থেকে শুরু করে প্রযুক্তিগত জোট বাঁধার চেষ্টা হবে বলেই তিনি মন্তব্য করেছেন।
আসলে ব্রাজিলের উপরাষ্ট্রপতি গেরাল্ডো আল্কামিন এখন ভারত সফরে রয়েছেন। আর এই সময়ই এমন মন্তব্য করলেন লুলা। নিজের এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করে তিনি নিজের মনের কথা জানান। এই বার্তাকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এটা আদতে আমেরিকাকে বার্তা বলেই তাঁদের একাংশের মত।
তিনি কী বার্তা দেন?
লুলা নিজের ভিডিও বার্তায় ব্রাজিলের উন্নয়নের ক্ষেত্রে ভারত একটি গুরুত্বপূর্ণ সঙ্গী হতে পারে বলে উল্লেখ করেন। তিনি বলেন, 'উপরাষ্ট্রপতি গেরাল্ডো আল্কামিনের ভারত সফর আগামী বছরে আমার সফরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, ইন্ডিয়া হল একটি অসাধারণ বাজার। আমরা ভারতের সঙ্গে একটা দারুণ জোট তৈরি করতে পারি। এই জোট রাজনৈতিক, মহাকাশ, ব্যবসা এবং অর্থনৈতিক ক্ষেত্রে বিস্তৃত হতে পারে।'
কাছে আসছে ভারত ও ব্রাজিল
আমেরিকার শুল্ক বসানোর পর থেকেই পৃথিবীতে নতুন অক্ষ তৈরি হতে শুরু করেছে। আর এমন পরিস্থিতিতেই কাছে আসতে চাইছে ভারত এবং ব্রাজিল।
আসলে দ্বিতীয়বার মসনদে বসার পরই ব্রাজিলের কিছু পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে ভারতের উপরও ৫০ শতাংশ ট্যাক্স বসিয়ে রেখেছেন তিনি। যার ফলে আপাতভাবে কিছুটা হলেও ধাক্কা খেয়েছে দুই দেশের অর্থনীতি। আর এমন পরিস্থিতিতেই কাছে আসতে চাইছে ব্রাজিল এবং ভারত। দুই দেশ নিজেদের মধ্যে তৈরি করতে চাইছে জোট।
দুই দেশের মধ্যে পারস্পরিক সম্মান রয়েছে
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা জানান, ভারত এবং ব্রাজিলের মধ্যে পারস্পরিক সম্মান রয়েছে। ব্রাজিলিয়ানরা ভালোবাসে ভারতীয়দের। আর ভারতীয়রা ভালোবাসে ব্রাজিলকে। তাই একটা শক্ত পারস্পরিক সম্পর্ক গড়ে উঠতেই পারে বলে তিনি মনে করেন।
এ দিকে ব্রাজিলের উপরাষ্ট্রপতি গেরাল্ডো আল্কামিন এখন ভারতে রয়েছেন। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্যকে শক্ত করতে চান। এখন দেখার সেই কাজ কতদূর এগিয়ে যায়। নতুন করে কোনও জোট গড়ে ওঠে কি না। সেই জোটের জন্য আমেরিকার মাথা ব্যথা বাড়ে কি না।