CZN Burak Hospitalized: ব্রেন টিউমার? সেলেব্রিটি শেফ CZN Burak হাসপাতালে, ছবিও পোস্ট করলেন

 CZN Burak: বুরাকের সেই চেনা হাসি মুখ দেখা যাচ্ছে না ছবিতে। যন্ত্রণাকাতর মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে, তিনি ভাল নেই। হাতে স্যালাইন চলছে। 

Advertisement
ব্রেন টিউমার? সেলেব্রিটি শেফ CZN Burak হাসপাতালেবুরাক ওজদেমির (CZN Burak)

সোশ্যাল মিডিয়ায় তিনি আক্ষরিক অর্থেই সেলেব্রিটি। একদিকে যদি  Salt Bae মিলিয়ন ভিউ টানছে, তো তাঁকে সমানে টেক্কা দিচ্ছেন সেলেব্রিটি শেফ Burak Ozdemir।  বিরাট হাঁড়িতে হাসি মুখে চটজলদি রান্না সেরে ফেলা বিস্ময়-রাঁধুনি CZN Burak।

আপনি যদি ফেসবুক বা ইন্সস্টাগ্রামে সদস্য হন, তা হলে আশা করে এতক্ষণে চিনে ফেলেছেন। এহেন Burak Ozdemir হাসপাতালে। বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বক্তব্য, সম্ভবত ব্রেন টিউমারে আক্রান্ত বুরাক ওজদেমির। 

দিন দুয়েক আগে ইন্সস্টাগ্রামে হাসপাতাল থেকে ছবি দিয়েছেন। বুরাকের সেই চেনা হাসি মুখ দেখা যাচ্ছে না ছবিতে। যন্ত্রণাকাতর মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে, তিনি ভাল নেই। হাতে স্যালাইন চলছে। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Burak Özdemir (@cznburak)

ইন্টারনেটে  CZN Burak বিখ্যাত হয়ে যান, অনেকটা সুস্বাদু খাবার ততধিক বড় ডিশে বানিয়ে। শুধু ইন্সস্টাগ্রামেই CZN Burak-এর ভক্ত সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ। মূলত তুরস্ক ও দুবাইয়ের বাসিন্দা Burak Ozdemir-এর ভক্ত রয়েছে গোটা বিশ্বে। 

ইন্সস্টাগ্রামে তাই প্রার্থনার বন্যা। দ্রুত সেরে ওঠার কামনা। কেউ কেউ লিখেছেন, সেই হাসিমুখ অচিরেই মিলিয়ে গিয়েছে। বোঝা যাচ্ছে, খুবই যন্ত্রণায় রয়েছে।

কয়েকটি সংবাদমাধ্যম ব্রেন টিউমারের খবর দাবি করলেও, বুরাক নিজে অবশ্য তা জানাননি। ঠিক কী কারণে তিনি হাসপাতালে তা খোলসা করেননি।  

POST A COMMENT
Advertisement