China on Modi-Trump Meeting: মোদী-ট্রাম্পের বৈঠকে চিন নিয়ে কথা, বেজায় চটল বেজিং

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে চিন প্রসঙ্গে মুখ খুলেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিনকে কীভাবে হারাবেন, এই প্রশ্নের জবাবও দেন আমেরিকার প্রেসিডেন্ট। ট্রাম্পের সেই মন্তব্যের পর এবার মুখ খুলল বেজিং। দুই দেশের রাষ্ট্রপ্রধানের বৈঠকে চিনের নাম নেওয়া একেবারেই ভাল চোখে দেখছে না লাল ফৌজের দেশ। কড়া ভাষায় এর প্রতিক্রিয়া জানিয়েছে বেজিং। 

Advertisement
মোদী-ট্রাম্পের বৈঠকে চিন নিয়ে কথা, বেজায় চটল বেজিংমোদী-ট্রাম্পের বৈঠক নিয়ে মুখ খুলল চিন।
হাইলাইটস
  • মোদী-ট্রাম্প বৈঠক নিয়ে মুখ খুলল চিন।
  • দুই দেশের রাষ্ট্রপ্রধানের বৈঠকে চিনের নাম নেওয়া একেবারেই ভাল চোখে দেখছে না লাল ফৌজের দেশ।
  • কড়া ভাষায় এর প্রতিক্রিয়া জানিয়েছে বেজিং। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে চিন প্রসঙ্গে মুখ খুলেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিনকে কীভাবে হারাবেন, এই প্রশ্নের জবাবও দেন আমেরিকার প্রেসিডেন্ট। ট্রাম্পের সেই মন্তব্যের পর এবার মুখ খুলল বেজিং। দুই দেশের রাষ্ট্রপ্রধানের বৈঠকে চিনের নাম নেওয়া একেবারেই ভাল চোখে দেখছে না লাল ফৌজের দেশ। কড়া ভাষায় এর প্রতিক্রিয়া জানিয়েছে বেজিং। 

কী বলেছে চিন? 

এই প্রসঙ্গে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেছেন যে, দ্বিপাক্ষিক সম্পর্কে কখনওই তৃতীয় দেশকে টার্গেট করা ঠিক নয়। ভারতকে F-35 বিমান দেবে আমেরিকা, এই প্রসঙ্গে চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছেন, 'দুই দেশের মধ্যে সম্পর্ক ও সহযোগিতায় চিনকে কারওরই ইস্যু করা ঠিক নয়।' তিনি আরও বলেছেন যে, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে তৃতীয় পক্ষকে কখনওই টার্গেট করা উচিত নয়। 

চিন প্রসঙ্গে কী বলেছিলেন ট্রাম্প?

মোদীর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে ট্রাম্পকে প্রশ্ন করে ইন্ডিয়া টুডে। ভারতের সঙ্গে বাণিজ্যে যদি এতটা কঠোর হন আপনি, তা হলে চিনকে কীভাবে হারাবেন? এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'আমরা যে কাউকে হারাতে পারি। কিন্তু কাউকে হারানো আমাদের প্রবৃত্তি নয়। আমরা সঠিক দিশা নিয়ে কাজ করছি এবং ভাল কাজ করছি।'

 অন্য এক প্রশ্নের জবাবে চিন প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, 'আমি মনে করি চিনের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভাল হবে। করোনার আগে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভাল ছিল।' রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি প্রসঙ্গে ট্রাম্প বলেন, চিন বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ। আমি মনে করি তারা ইউক্রেন এবং রাশিয়ার সঙ্গে এই যুদ্ধ শেষ করতে সাহায্য করতে পারে।

POST A COMMENT
Advertisement