সম্প্রতি G20 সামিট আয়োজন করেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে বিশ্বে প্রশংসীত হয়েছে ভারতে আয়োজিত G20 সামিট। এবার সংযুক্ত আরব আমিরশাহিতে চলা হাইপ্রোফাইল COP28 সামিটে বড় প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী। মোদীর প্রস্তাব, ৫ বছর পর COP33 আয়োজন করতে চায় ভারত। ভারতকে সেই সুযোগ দেওয়া হোক।
সকলের অংশীদারিত্ব প্রয়োজন
মোদী বলেন, 'সবার প্রচেষ্টায় একটি বিশ্বাস তৈরি হয়েছে, তা হল, বিশ্বের কল্যাণে সকলের সুরক্ষা ও অংশীদারিত্ব প্রয়োজন। জলবায়ু পরিবর্তন নিয়ে হওয়া এই সামিট আয়োজন করতে প্রস্তুত ভারত। ২০২৮ সালের COP33 সামিট আয়োজনের সুযোগ ভারতকে দেওয়া হোক।'
Happy to meet my friends, UK Foreign Secretary @David_Cameron and former UK PM Mr. Tony Blair during the #COP28 Summit. Admire their passion to work towards sustainable development. pic.twitter.com/N5Yp3I95SL
আরও পড়ুন
— Narendra Modi (@narendramodi) December 1, 2023
২০০টি দেশের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত
আজ অর্থাত্ শুক্রবার ‘COP28’ শীর্ষ সম্মেলনে যোগ দেন মোদী। ‘ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যাকশন সামিট’-এর উদ্বোধনী অধিবেশনেও তাঁর ভাষণ দেওয়ার কথা। এর পাশাপাশি তিনটি উচ্চ-স্তরের অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। যার মধ্যে দু’টি অনুষ্ঠানের সহ-আয়োজক ভারত। ‘COP28’ সম্মেলনে মোদীর মতো প্রথম সারির নেতা ছাড়াও প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত।
Sharing my remarks at Opening Ceremony of High-level segment at @COP28_UAE Summit. https://t.co/gvrlHFWmlv
— Narendra Modi (@narendramodi) December 1, 2023
সাতটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুবাইতে ২১ ঘণ্টা থাকার সময় সাতটি দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। চারটি বৈঠকে ভাষণও দেবেন প্রধানমন্ত্রী। এছাড়াও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কর্মসূচিতে দুটি বিশেষ উদ্যোগেও অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দেখা করেন।