scorecardresearch
 

'COP28 সামিট আয়োজনে তৈরি ভারত,' দুবাইয়ে বড় প্রস্তাব মোদীর

মোদী বলেন, 'সবার প্রচেষ্টায় একটি বিশ্বাস তৈরি হয়েছে, তা হল, বিশ্বের কল্যাণে সকলের সুরক্ষা ও অংশীদারিত্ব প্রয়োজন। জলবায়ু পরিবর্তন নিয়ে হওয়া এই সামিট আয়োজন করতে প্রস্তুত ভারত। ২০২৮ সালের COP33 সামিট আয়োজনের সুযোগ ভারতকে দেওয়া হোক।'

Advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
হাইলাইটস
  • সকলের অংশীদারিত্ব প্রয়োজন
  • ২০০টি দেশের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত
  • সাতটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদী

সম্প্রতি G20 সামিট আয়োজন করেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে বিশ্বে প্রশংসীত হয়েছে ভারতে আয়োজিত G20 সামিট। এবার সংযুক্ত আরব আমিরশাহিতে চলা হাইপ্রোফাইল COP28 সামিটে বড় প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী। মোদীর প্রস্তাব, ৫ বছর পর COP33 আয়োজন করতে চায় ভারত। ভারতকে সেই সুযোগ দেওয়া হোক।

সকলের অংশীদারিত্ব প্রয়োজন

মোদী বলেন, 'সবার প্রচেষ্টায় একটি বিশ্বাস তৈরি হয়েছে, তা হল, বিশ্বের কল্যাণে সকলের সুরক্ষা ও অংশীদারিত্ব প্রয়োজন। জলবায়ু পরিবর্তন নিয়ে হওয়া এই সামিট আয়োজন করতে প্রস্তুত ভারত। ২০২৮ সালের COP33 সামিট আয়োজনের সুযোগ ভারতকে দেওয়া হোক।'

২০০টি দেশের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত

আজ অর্থাত্‍ শুক্রবার ‘COP28’ শীর্ষ সম্মেলনে যোগ দেন মোদী। ‘ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যাকশন সামিট’-এর উদ্বোধনী অধিবেশনেও তাঁর ভাষণ দেওয়ার কথা। এর পাশাপাশি তিনটি উচ্চ-স্তরের অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। যার মধ্যে দু’টি অনুষ্ঠানের সহ-আয়োজক ভারত। ‘COP28’ সম্মেলনে মোদীর মতো প্রথম সারির নেতা ছাড়াও প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত।

সাতটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুবাইতে ২১ ঘণ্টা থাকার সময় সাতটি দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। চারটি বৈঠকে ভাষণও দেবেন প্রধানমন্ত্রী। এছাড়াও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কর্মসূচিতে দুটি বিশেষ উদ্যোগেও অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দেখা করেন।

Advertisement

Advertisement