এবার ডোনাল্ড ট্রাম্পের নিশানায় ভারতের বাণিজ্য নীতি। বিশ্বের একাধিক জেশের উপর ভারত মাত্রাতিরিক্ত শুল্ক চাপিয়ে রেখেছে বলে নয়াদিল্লির বিরুদ্ধে অভিযোগ তোলেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি এ-ও বলেন, ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বরাবরই একতরফা ছিল।
ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, 'আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক ভালই। তবে দীর্ঘ কয়েক বছর ধরে এই সম্পর্কটা বড্ড একতরফা। এখন আমি আসার পর, আমাদের হাতে ক্ষমতা আছে বলে ভারত অত্যধিক শুল্ক চাপিয়েছে আমাদের উপর। যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। আর তাই আমরা ভারতের সঙ্গে তেমন ভাবে আর বাণিজ্য করছি না। আমরা তো আর ভারতের উপর বোকার মতো শুল্ক চাপিয়ে রাখিনি, তাই ভারত এখনও আমাদের দেশে ব্যবসা করতে পারে।' ট্রাম্পের মতে, ভারতের বাণিজ্যিক নীতিগুলির জন্যই আমেরিকার উৎপাদন ধাক্কা খেয়েছে।
নয়াদিল্লির কড়া সমালোচনা করে ডোনাল্ড ট্রাম্প বলেন, 'ওদের দেশের জিনিস বেশি মাত্রায় এখানে পাঠিয়ে দেয়। তাই সেই জিনিসগুলি আর এখানে তৈরি করা যাচ্ছে না। এটা তো সঠিক নয়। তবে আমরা এমন ভাবে ওদের দেশে জিনিস পাঠিয়ে দেব না। কারণ ওরা আমাদের উপর ১০০ শতাংশ ট্যারিফ চাপিয়ে রেখেছে।'
উদাহরণ টেনে ট্রাম্প বলেন, মার্কিন মুলুকের অন্যতম জনপ্রিয় হার্লে ডেভিডসন বাইক ব্র্যান্ড ভারতে বিক্রিবাটায় ধাক্কা খাচ্ছে। তিনি বলেন, 'ভারতে হার্লে ডেভিডসন বিক্রি করা যাচ্ছে না। মোটরসাইকলের উপর ২০০ শতাংশ ট্যারিফ রয়েছে। আপ তাই হার্লে ডেভিডসন সংস্থা ভারতে গিয়েছে নিজস্ব প্ল্যান্ট তৈরি করেছে। এখন তাই আর ট্যারিফ দিতে হয় না।' তাঁর মতে, অন্যায় ভাবে ট্যারিফ পরিকাঠামো তৈরি করার জেরে আমেরিকার বাইরে গিয়ে সংস্থাগুলিকে ব্যবসা করতে হচ্ছে। তবে এই ট্রেন্ড বদলে দেওয়ার লক্ষ্যেই তিনি মাত্রাতিরিক্ত ট্যারিফ চাপিয়েছেন। যাতে খেলা ঘোরাতে পারেন।