ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি তিনিই করিয়েছেন, তা বলতে চান না। তবে দুই দেশের মধ্যস্থতায় তাঁর ভূমিকা ছিল বলে ক'দিন আগেই সুরবদল করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। আরও একবার ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি নিয়ে মুখ খুললেন আমেরিকার প্রেসিডেন্ট। এবার ট্রাম্প বললেন, পরমাণু যুদ্ধ আমিই রুখে দিই, তবুও জানি আমার ক্রেডিট মিলবে না। শনিবার মার্কিন প্রেসিডেন্টের এহেন মন্তব্য ঘিরে এই পর্বে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ।
ঠিক কী বলেছেন ট্রাম্প?
শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন যে, ভারত-পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধের মতো পরিস্থিতিতে বড় কূটনৈতিক সাফল্য হয়েছে আমেরিকার। কিন্তু এজন্য তাঁকে যোগ্য ক্রেডিট দেওয়া হয়নি। মার্কিন প্রেসিডেন্ট এ-ও বলেছেন যে, ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা এতটাই চরমে পৌঁছেছিল যে, পরের পর্যায় সম্ভবত ছিল পরমাণু যুদ্ধ। তাঁর কথায়, 'পরে হয়তো N শব্দটা ব্যবহার হয়ে যেত। আপনারা বুঝতে পারছেন N শব্দের মানে কী, নিউক্লিয়ার।'
প্রসঙ্গত, ভারত-পাক সংঘর্ষ বিরতির কথা প্রথম এক্স হ্যান্ডলে দাবি করেছিলেন ট্রাম্প। যা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। যদিও ট্রাম্পের ওই বক্তব্যকে সিলমোহর দেয়নি ভারত। বরং নয়াদিল্লি জানিয়েছে, সংঘর্ষ বিরতি নিয়ে পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমও-র সঙ্গে যোগাযোগ করেছিলেন। পাকিস্তানের আর্জি মেনেই সংঘর্ষ বিরতিতে রাজি হয় ভারত। এই আবহে ট্রাম্পের ওই এক্স হ্যান্ডলের বার্তা ঘিরে সরগরম হয়েছিল ভারতীয় রাজনীতি। অবশেষে, বৃহস্পতিবার স্বয়ং ট্রাম্পই জানিয়ে দেন যে, তিনিই যে সংঘর্ষ বিরতি করিয়েছেন, সেটা তিনি বলছেন না। মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, 'আমি বলছি না যে, আমিই করিয়েছি (সংঘর্ষবিরতি)। তবে এটা নিশ্চিত যে গত সপ্তাহে ভারত ও পাকিস্তানের মধ্যে সমস্যা সমাধানে মধ্যস্থতায় সাহায্য করেছি। পরিস্থিতি ক্রমে খারাপ হচ্ছিল। হঠাৎ করে বিভিন্ন ধরনের মিসাইল দেখা যেতে শুরু করল। আমরা এটাকে থামাতে পেরেছি। দু’দিন আগেও আমার মনে হচ্ছিল, হয়তো এটির সমাধান হয়নি। তবে এখন মনে হচ্ছে, সমস্যা মিটে গিয়েছে। বাণিজ্য নিয়ে দুই দেশের সঙ্গে কথা বলেছি। পাকিস্তান খুব খুশি, ভারতও খুশি।'
আর এবার ফের সেই প্রসঙ্গে ট্রাম্প পরমাণু যুদ্ধ থামানোর কথা যেমন বললেন, তেমনই বললেন যে, তাঁকে ক্রেডিট দেওয়া হয়নি।