SCO Summit: 'ভারত খারাপ অভিনেতা,' SCO সামিটে মোদী-পুতিন-জিনপিংয়ের 'দোস্তি' দেখে জ্বলছে আমেরিকা

SCO সামিটে নরেন্দ্র মোদী, ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিংয়ের খোশগল্পের ছবি দেখে গাত্রদাহ হয়েছে আমেরিকার? ট্রাম্পের ঘনিষ্ঠ মার্কিন আধিকারিকের দাবি, সমস্তটাই পূর্বপরিকল্পিত এবং ভারচ খুব খারাপ অভিনেতা।

Advertisement
'ভারত খারাপ অভিনেতা,' SCO সামিটে মোদী-পুতিন-জিনপিংয়ের 'দোস্তি' দেখে জ্বলছে আমেরিকামোদী-পুতিন-জিনপিং (বাঁ দিকে), স্কট বেসেন্ট (ডান দিকে)
হাইলাইটস
  • ভারত অত্যন্ত খারাপ অভিনেতা
  • দাবি করলেন ট্রাম্পের ট্রেজারি সেক্রেটারি
  • SCO সামিটে ৩ রাষ্ট্রনেতার বন্ধুত্বে আমেরিকার জ্বলন

একদিকে ট্রাম্প দাবি করছেন, ভারত শুল্কের পরিমাণ শূন্যে নামিয়ে আনতে চেয়েছিল। অন্যদিকে, তাঁর ঘনিষ্ট ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলছেন, 'ভারত খারাপ অভিনেতা।' চিনের তিয়ানজিন শহরে SCO সামিটে নরেন্দ্র মোদী, ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিংয়ের 'বন্ধুত্ব' দেখে গাত্রদাহ হয়েছে আমেরিকার, আন্তর্জাতিক মহলের মত তেমনটাই। 

যদিও স্কট বেসেন্টের আশা, নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক আবার মধুর হতে পারে। তবে রাশিয়া থেকে একটানা তেল কিনে যাওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন আমেরিকার এই ট্রেজারি সেক্রেটারি। যা মস্কোকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ জারি রাখতে আরও উস্কানি দিচ্ছে বলেই মনে করছেন এই মার্কিন আধিকারিক।  

ফক্স নিউজকে দেওয়া একটি ইন্টারভিউয়ে স্কট বেসেন্টকে SCO সামিট নিয়ে প্রশ্ন করলেও তিনি রুশ প্রেসিডেন্ট এবং চিনা প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর 'বন্ধুত্ব' নিয়ে তোয়াক্কা করেননি। তাঁর বক্তব্য, 'অনেকদিন আগেই এই বৈঠক হওয়ার কথা ছিল। এটাকে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বলে এবং আমার মনে হয় সবটাই পূর্বপরিকল্পিত নাটক। দিনের শেষে ভারত সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ। তাদের মূল্যবোধ আমেরিকার সঙ্গেই মেলে, রুশ-চিনের সঙ্গে নয়।' স্কট বেসেন্টের সংযোজন, 'আর এঁরা সকলেই অত্যন্ত খারাপ অভিনেতা। রুশ যুদ্ধকে উস্কানি দিচ্ছে। চিনও তাই করছে। এবার এমন একটা সময় আসবে যখন আমেরিকা এবং আমাদের সহযোগী দেশগুলি বিষয়টিতে হস্তক্ষেপ করতে বাধ্য হব।'

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক প্রসঙ্গে আমেরিকার ট্রেজারি সেক্রেটারি বলেন, 'ভারত এবং আমেরিকার সম্পর্কের একটি শক্তিশালী ভীত রয়েছে। দুই দেশেরই ক্ষমতা রয়েছে দূরত্ব মুছে ফেলার। আমার মনে হয়, দুই মহান দেশ খুব শীঘ্রই সমস্যার সমাধান করে ফেলবে।'

ভারতের বিরুদ্ধে ফের কড়া সুরে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্টও। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারত শুল্ক শূন্যে নামাতে চেয়েছিল কিন্তু তিনি রাজি হনন। কারণ, ট্রাম্প মনে করছেন এর জন্য অনেকটাই দেরি হয়ে গিয়েছে। 

ট্রাম্প এক সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, 'ভারত আমাদের কাছে বিশাল অঙ্কের পণ্য বিক্রি করে, অথচ আমরা তাদের কাছে কিছুই বিক্রি করতে পারি না। এত বছর ধরে একপেশে সম্পর্ক চলছে। কারণ, ভারত বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি হারে শুল্ক ধার্য করেছে। ফলে আমাদের ব্যবসাগুলি ভারতীয় বাজারে ঢুকতেই পারছে না।' তাঁর সংযোজন, 'এখন ওরা শুল্ক শূন্যে নামাতে চাইছে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। বহু বছর আগে এটা করা উচিত ছিল।'

Advertisement

মার্কিন প্রেসিডেন্টের এই দাবি ইতিমধ্যেই নাকচ করে দিয়েছে নয়াদিল্লি। ভারত স্পষ্ট জানিয়েছে, বাজার পরিস্থিতি এবং জনস্বার্থ মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়। আমেরিকার চাপের কাছে নতিস্বীকার করা হবে না।বিশেষ করে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করার দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত।
 

 

POST A COMMENT
Advertisement