আবারও ভারতের উপর শুল্ক বোমা ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ভারতের উপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপের আদেশে স্বাক্ষর করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে,রাশিয়ার তেল কেনা ভারত বন্ধ না করায় এই সিদ্ধান্ত। ভারতের উপর মোট ৫০% শুল্ক আরোপ করা হল। এর আগে ভারতের উপর ২৫% শুল্ক এবং জরিমানা ঘোষণা করেছিলেন ট্রাম্প। তাঁর গোঁসার কারণ, ভারত-রাশিয়া বাণিজ্য।
ট্রাম্পের স্বাক্ষরিত আদেশনামা বলছে, এই শুল্ক ২১ দিনের মধ্যে কার্যকর হবে। অর্থাৎ ২৭ অগাস্ট থেকে ভারত থেকে আমেরিকায় পাঠানো পণ্যের উপর দিকে হবে ৫০ শতাংশ শুল্ক। তবে ওই তারিখের আগে রওনা দিয়েছে এবং ১৭ সেপ্টেম্বরের আগে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছবে, এমন ভারতীয় পণ্যগুলিকে শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হবে। অন্যান্য সমস্ত শুল্ক এবং করের সঙ্গে দিতে হবে এই শুল্ক। বিশেষ ক্ষেত্রে ছাড় মিলতে পারে।
ট্রাম্প প্রশাসন ইঙ্গিত দিয়েছে, অন্য কোনও দেশ যদি রাশিয়া থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তেল আমদানি করে, তাহলে তাদের বিরুদ্ধেও একই রকম ব্যবস্থা নেওয়া হতে পারে। এছাড়াও যদি রাশিয়া বা অন্য কোনও ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ পদক্ষেপ নেয়, তাহলে এই আদেশে পরিবর্তনও সম্ভব।
ট্রাম্প স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ২০২২ সালে ইউক্রেনের উপর রাশিয়ার সামরিক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে সে দেশের তেল আমদানি নিষিদ্ধ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্পের বক্তব্য, ভারত এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে তেল কেনা জারি রেখেছে। এর ফলে অর্থনৈতিক সুবিধা পাচ্ছে রাশিয়া। এজন্য ভারতের উপর চড়া শুল্ক আরোপের সিদ্ধান্ত।