অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির শঙ্কাফের বড়সড় সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ভেনেজুয়েলায় তেল ট্যাঙ্কার চলাচলে 'সম্পূর্ণ অবরোধ' ঘোষণা করলেন ট্রাম্প। ফলে ভেনেজুয়েলা বর্ডার থেকে কোনও তেল ট্যাঙ্কার আসা-যাওয়া করতে পারবে না। এই তেলগুলি আসলে ভেনেজুয়েলান খনি থেকে চুরি করা হচ্ছে এভং সেগুলি বিক্রি করে তা জঙ্গিদের কাজে লাগানো হচ্ছে।
ট্রাম্পের এই নতুন ঘোষণার ফলে আমেরিকা ও ভেনেজুয়েলার মধ্যে চলা উত্তেজনা এক ধাক্কায় বহুগুণ বৃদ্ধি পেল। ট্রাম্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লিখেছেন, "আমাদের সম্পত্তি চুরি ও সন্ত্রাসবাদ,মাদক পাচার এবং মানব পাচার সহ অসংখ্য কারণে, ভেনেজুয়েলা সরকারকে একটি বিদেশি জঙ্গি সংগঠন হিসাবে ঘোষণা করা হয়েছে। তাই, আজ আমি ভেনেজুয়েলায় আসা এবং যাওয়া সমস্ত নিষিদ্ধ তেল ট্যাঙ্কারকে সম্পূর্ণ অবরোধের নির্দেশ দিচ্ছি।"
ভেনেজুয়েলাকে ঘিরে ফেলা হয়েছে...দাবি ট্রাম্পের
কার্যত হুমকির সুরেই ট্রাম্প সোশ্যাল মিডিয়া যোগ করেছেন, ভেনেজুয়েলা বর্তমানে ইতিহাসের সবচেয়ে বৃহত্তম যুদ্ধজাহাজের বহর দিয়ে বেষ্টিত রয়েছে। যদি ভেনেজুয়েলা সরকার আমেরিকার তেল, জমি ও সম্পদ ফেরত না দেয়, তবে এই পরিস্থিতি আরও খারাপ থেকে খারাপতর হবে।"
ট্রাম্পের দাবি, দুর্বল বাইডেন প্রশাসনের সময় মাদুরো সরকার যে অবৈধ অভিবাসী এবং অপরাধীদের মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিল, তাদের দ্রুত ভেনেজুয়েলায় ফেরত পাঠানো হচ্ছে।
ডোনাল্ড ট্রাম্পের এহেন পদক্ষেপের অবশ্য কড়া নিন্দা করেছে ভেনেজুয়েলার মাদুরো প্রশাসন। মাদুরোর অভিযোগ, তাঁকে সরকার থেকে সরাতেই আমেরিকা এইসব কাণ্ড করছে। আমেরিকার তরফে তেল ট্যাঙ্কার চলাচলে 'সম্পূর্ণ অবরোধ'কে কড়া নিন্দা করেছে ভেনেজুয়েলা প্রশাসন।
এরফলে কি পেট্রল-ডিজেলের দাম বাড়তে পারে?
ভারতে সরাসরি ভেনেজুয়েলার থেকে অপরিশোধিত তেল আমদানি করে। ভেনেজুয়েলার যে তেল গ্রাহকরা রয়েছে, তার মধ্যে নয়াদিল্লিও একটি। ২০২৪ সালের তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলা থেকে ভারত মোট ২২ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছিল। ফলে তেলের ট্যাঙ্কারে 'সম্পূর্ণ অবরোধ'-এর ফলে সেই তেল আমদানি ক্ষতিগ্রস্ত হবে।
এছাড়াও, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে পারে। এমনিতে অশোধিত তেলের দাম বিশ্ববাজারে গত ৫ মাসের মধ্যে সবচেয়ে কম রয়েছে। কিন্তু ১৩ ঘণ্টায় WTI ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি প্রায় ১ ডলার বেড়ে গিয়েছে। যেখানে গত ১০ দিন ধরে এই গ্রাফ ছিল ক্রমশই নিম্নমুখী। বর্তমানে ব্যারেল প্রতি WTI ক্রুডের দাম রয়েছে ৫৬.০৮ ডলার। যা ১২ ঘণ্টা আগেও ছিল ৫৫.১৩ ডলার।
খুব স্বাভাবিক ভাবে, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লে দেশেও মহার্ঘ্য হতে পারে পেট্রল ও ডিজেল। তবে বিষয়টি এখনও খুব বেশি ভয়ের নয়। কারণ এই দামবৃদ্ধির আশঙ্কা সময় সাপেক্ষ। আপাতত ভারতে এখনই তার খুব বেশি প্রভাব পড়ার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।