ডোনাল্ড ট্রাম্প ও জেলেনস্কি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ খুব শীঘ্রই সমাপ্ত হতে চলেছে। এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও শান্তি চুক্তিতে পৌঁছনোর জন্য তিনি কোনও নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেননি।
ফ্লোরিডার মার-আ-লাগো রিসর্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কির সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক করলেন ডোনাল্ড ট্রাম্প। সেই বৈঠকের পর ভারতীয় সময়ে সোমবার সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমেরিকার প্রেসিডেন্ট। তিনি বলেন, 'আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং চুক্তি না হলে যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে। প্রাণহানি বাড়বে। দেখা যাক কী হয়। নইলে অনেক দিন ধরে এটা চলতে থাকবে।' তিনি আরও যোগ করেন, 'এটা হয় শেষ হবে নয়তো অনেক দিন ধরে চলবে। আর এতে আরও লক্ষ লক্ষ মানুষ মারা যাবে।'
যুদ্ধ শেষ করার জন্য কি কোনও সময়সীমা নির্ধারণ করা হচ্ছে? এই প্রশ্নে ট্রাম্প স্পষ্ট করে জানান, এবার আর কোনও টাইমলাইন ধরে তিনি এগোচ্ছেন না। তাঁর কথায়, 'আমার কোনও ডেডলাইন নেই। আমার একমাত্র ডেডলাইন হল যুদ্ধ শেষ।' জোর দিয়ে বলেন সংঘাতের অবসানই তাঁর প্রধান অগ্রাধিকার। ট্রাম্প জানান, তিনি বিশ্বাস করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি উভয়ই শান্তি প্রতিষ্ঠার বিষয়টি নিয়ে আন্তরিক।
ডোনাল্ড ট্রাম্প বলেন, 'হ্যাঁ, আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট পুতিন এবার শান্তি নিয়ে ভাবনাচিন্তা করছেন। আমি তাই মনে করছি। আমার মনে হয় দু'জনেই এমনটা ভাবছেন। তাঁদের চুক্তি করলেই হবে। অনেক মানুষ মারা গিয়েছেন। আর দু'জন প্রেসিডেন্টই একটি চুক্তি চান।' মার্কিন প্রেসিডেন্ট জানান, জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে তিনি পুতিনের সঙ্গে ২ ঘণ্টারও বেশি সময় কথা বলেছেন এবং সেই আলোচনা ছিল অত্যন্ত ফলপ্রসূ। তিনি আরও জানান, ইউক্রেনীয় পক্ষের সঙ্গে আলোচনার পর তিনি আবারও রুশ নেতার সঙ্গে কথা বলবেন এবং আলোচনা অব্যাহত থাকবে। ট্রাম্পের কথায়, 'বৈঠকের পর আমি আবার প্রেসিডেন্ট পুতিনকে ফোন করব এবং আমরা আলোচনা চালিয়ে যাব।' তিনি স্বীকার করেন, আলোচনা জটিল হলেও তা সামাল দেওয়া সম্ভব।
তবে পূর্ব ইউক্রেনের কিছু ভূখণ্ড নিয়ে বিরোধ এখনও স্পর্শকাতর হয়ে আছে, এ কথা মেনে নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাঁর বক্তব্য, 'কিছু জমি দখল করা হয়েছে। এখন চুক্তি করাই ভাল।' তবে চুক্তি দিনক্ষণ সম্পর্কে কিছু বলতে পারেননি ট্রাম্প।
বৈঠকের দিনও হামলার খবর এসেছে। তার মধ্যেও আশাাদী ট্রাম্প বলেন, 'ইউক্রেন, রাশিয়া ও ইউরোপীয় নেতাদের সঙ্গে ধারাবাহিক কূটনৈতিক আলোচনার মাধ্যমে অগ্রগতি সম্ভব।' পাশাপাশি উপযুক্ত সময়ে পুতিন ও জেলেনস্কিকে নিয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠকেরও ইঙ্গিত দেন ট্রাম্প।
বৈঠকের পর প্রেসিডেন্ট জেলেনস্কিও আশাবাদী। তিনি সাংবাদিকদের বলেন, 'আমরা সব বিষয়েই দারুণ আলোচনা করেছি। আমরা শান্তি কাঠামোর সব দিক নিয়ে আলোচনা করেছি। দুই পক্ষের মধ্যে উল্লেখযোগ্য ঐক্যমত্য হয়েছে। ২০ দফার শান্তি পরিকল্পনার ৯০ শতাংশ বিষয়ে একমত হয়েছি। আমেরিকা-ইউক্রেন নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে ১০০ শতাংশ সমঝোতা হয়েছে।' এরপরই তাঁর সংযোজন, 'ইউক্রেন শান্তির জন্য প্রস্তুত।'
বৈঠকের পর ট্রাম্প জেলেনস্কির সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেন, যেখানে আমেরিকার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উভয় পক্ষই জানিয়েছে, আগামী কয়েক দিনে আলোচনা আরও জোরদার হবে এবং যুদ্ধের অবসান ঘটাতে আরও বৈঠক হওয়ারও সম্ভাবনা রয়েছে।