Trump on Russia Ukraine War: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাবেন ট্রাম্প? বড় খবর দিলেন মার্কিন প্রেসিডেন্ট

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থামাতে এগিয়ে আসবে মার্কিন যুক্তরাষ্ট্র। এমনই দাবি করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, দুই দেশই তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছে। তবে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঠিক কী কথা হয়েছে, সেই সম্পর্কে কিছু জানাতে অস্বীকার করেন।

Advertisement
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাবেন ট্রাম্প? বড় খবর দিলেন মার্কিন প্রেসিডেন্টইউক্রেন রাশিয়া যুদ্ধ থামাতে উদ্যোগ ডোনাল্ড ট্রাম্পের।

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থামাতে এগিয়ে আসবে মার্কিন যুক্তরাষ্ট্র। এমনই দাবি করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, দুই দেশই তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছে। তবে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঠিক কী কথা হয়েছে, সেই সম্পর্কে কিছু জানাতে অস্বীকার করেন।

দু’পক্ষই যোগাযোগ রাখছে

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প জানান, রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্ট, দু’জনেই তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছেন। যদি তা সত্যি হয়, তবে ২০২২ সালের পর এই প্রথমবার কোনও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের আনুষ্ঠানিক যোগাযোগ হল।

‘আমার কথা হয়েছে...’

ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হওয়ার পর বা তার আগে পুতিনের সঙ্গে তাঁর কথা হয়েছে কি না। জবাবে তিনি বলেন, ‘আমার কথা হয়েছে... ধরে নিন যে কথা হয়েছে... আমি আশা করি, আরও আলোচনা হবে। যুদ্ধ বন্ধ করতেই হবে।’

‘আমরা দুই পক্ষের সঙ্গেই কথা বলছি’

ট্রাম্প বলেন, ‘যদি আমরা আলোচনা করেও থাকি, তবে সেটা নিয়ে এখনই বিস্তারিত বলতে চাই না। তবে আমি এটুকু নিশ্চিত যে, আমরা সঠিক দিকেই এগোচ্ছি। আমরা চাই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হোক। আমেরিকা দু’পক্ষের সঙ্গেই যোগাযোগ রাখছে এবং কথা বলছে।’

তবে ট্রাম্প এখনও প্রকাশ্যে বলেননি, তিনি ঠিক কীভাবে যুদ্ধ বন্ধ করবেন। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, পুতিনের সঙ্গে তাঁর ঠিক কতবার কথা হয়েছে বা নতুন করে কখন আলোচনা হয়েছে, তা প্রকাশ্যে বলা ঠিক হবে না।

‘বিভিন্ন চ্যানেলে আলোচনা চলছে’

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়া-আমেরিকার মধ্যে যোগাযোগের একাধিক পথ তৈরি হচ্ছে। তবে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এ বিষয়ে বিস্তারিত জানাননি। তিনি এনবিসি নিউজকে বলেন, ‘অত্যন্ত সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা চলছে।’

POST A COMMENT
Advertisement