US-Russia Relations: 'ইউক্রেনের চেয়ে রাশিয়াতেই ভরসা বেশি', যুদ্ধ নিয়ে বড় মন্তব্য ট্রাম্পের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ফের মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তাঁর মতে, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা করা ইউক্রেনের তুলনায় অনেক সহজ। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর তাঁর আস্থা আছে। পাশাপাশি তিনি মনে করেন, পুতিনও এই যুদ্ধ শেষ করতে চান।

Advertisement
'ইউক্রেনের চেয়ে রাশিয়াতেই ভরসা বেশি', যুদ্ধ নিয়ে বড় মন্তব্য ট্রাম্পের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ফের মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তাঁর মতে, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা করা ইউক্রেনের তুলনায় অনেক সহজ। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর তাঁর আস্থা আছে। পাশাপাশি তিনি মনে করেন, পুতিনও এই যুদ্ধ শেষ করতে চান।

হোয়াইট হাউসের এক প্রেস কনফারেন্সে ট্রাম্প বলেন, 'আমি পুতিনের ওপর বিশ্বাস রাখি। ইউক্রেনের সঙ্গে আলোচনা করা কঠিন হয়ে উঠছে, কারণ তাদের সামনে বিশেষ কিছু অপশন নেই। রাশিয়ার সঙ্গে চুক্তি করা অনেক সহজ। যুদ্ধ দ্রুত শেষ করতে ইউক্রেনের ওপর আমরা আরও চাপ সৃষ্টি করছি।'

প্রসঙ্গত, তিন বছর ধরে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। সামরিক ও আর্থিক সহায়তার জন্য তারা আমেরিকার দিকে তাকিয়ে রয়েছে। তবে ট্রাম্প প্রশাসন সাময়িকভাবে ইউক্রেনকে দেওয়া সামরিক ও গোয়েন্দা সহায়তা বন্ধ রেখেছে। এর মাধ্যমে ইউক্রেনের ওপর চাপ বাড়ানো হচ্ছে যাতে তারা আলোচনায় রাজি হয়।

ট্রাম্প বললেন, 'পুতিনের সঙ্গে আমার সব সময় ভালো সম্পর্ক ছিল। আমি বুঝতে পারছি, কেন পুতিনের বাহিনী ইউক্রেনের ওপর রাতারাতি বড় আক্রমণ চালিয়েছে। তিনি যে সিদ্ধান্ত নিচ্ছেন, তা যে কেউ তাঁর জায়গায় থাকলে নিত। আমি বিশ্বাস করি, তিনি যুদ্ধ শেষ করতে চান।'

ট্রাম্প আরও জানান, 'আমি মনে করি পুতিন প্রত্যাশার চেয়েও বেশি উদার হবেন। এটা খুব ভালো বিষয়। এর মানে অনেক ইতিবাচক পরিবর্তন ঘটতে পারে।' পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সতর্ক করে ট্রাম্প বলেন, পশ্চিমা দেশগুলোর কাছে নিরাপত্তা নিশ্চিয়তার দাবি নিয়ে অনড় থাকলে আমেরিকা তাদের সহায়তা বন্ধ করে দিতে পারে।

সম্প্রতি ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। ওভাল অফিসে সাংবাদিকদের সামনে সেই বিতর্ক এতটাই তীব্র আকার নেয় যে কোনো চুক্তি না করেই জেলেনস্কি ইউক্রেনে ফিরে যান। আলোচনার সময় ট্রাম্প কড়া ভাষায় জেলেনস্কিকে বলেন, 'আপনি লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে খেলছেন। আপনার দেশ সংকটে রয়েছে, কিন্তু আপনি সেটা বুঝতে পারছেন না।' ট্রাম্প স্পষ্ট জানান, যুদ্ধ শেষ করতে হলে ইউক্রেনকে অবশেষে রাশিয়ার সঙ্গে সমঝোতায় আসতেই হবে।

Advertisement

POST A COMMENT
Advertisement