Donald Trump: মোদীর রূপে 'ফিদা' ট্রাম্প, বললেন, 'সুন্দরতম পুরুষ, Killer...'

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আচমকাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ। তাঁকে 'সুন্দরতম পুরুষ' এবং 'বাবার মতো' বলে উল্লেখ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। আর কী কী বলেছেন ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে।

Advertisement
মোদীর রূপে 'ফিদা' ট্রাম্প, বললেন, 'সুন্দরতম পুরুষ, Killer...'
হাইলাইটস
  • মোদীকে 'সুন্দর পুরুষ' বলে উল্লেখ করলেন ট্রাম্প
  • তাঁকে 'বাবার মতো' বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট
  • কেন আচমকা ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা?

ফের একবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ ডোনাল্ড ট্রাম্প। তাঁকে, 'সুন্দরতম পুরুষ' বলে উল্লেখ করলেন মার্কিন প্রেসিডেন্ট। একইসঙ্গে তিনি অবশ্য আবারও ভারত-পাকিস্তান সংঘাত থামানোর ক্রেডিট নিয়েছেন। 

এশিয়া-প্যাসিফিক ইকনমিক কোঅপারেশন (APEC) সামিটে যোগ দিতে দক্ষিণ কোরিয়ায় গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, 'বাণিজ্যিক চাপ দিতে হয়েছে আমাকে দুই পরমাণু শক্তিধর প্রতিবেশি দেশের যুদ্ধ থামাতে।' তাঁর সংযোজন, 'দুই পরমাণু শক্তিধর দেশে একে অপরের সঙ্গে লড়াই করছিল। ওরা বলেছিল, না না না আমাদের লড়াই করতে দিন। ওরা অনেক শক্তিশালী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুন্দরতম পুরুষ। উনি বাবার মতো। তবে উনি কিলার। ভয়ঙ্কর কঠোর মানুষ। উনি জোর দিয়ে বলেছিলেন, আমাদের যুদ্ধ করতে দিন। তখন আমি ভাবলাম, এ কি সেই মানুষ যাঁকে আমি চিনি? তবে কিছুক্ষণ কথা বলার পর ওরা আমায় ফোন করলেন। বললেন, আমরা যুদ্ধ থামিয়ে দেব।'

ভারতের সঙ্গে শীঘ্রই বাণিজ্যিক চুক্তি সম্পন্ন হয়ে যাবে বলেও ইঙ্গিত দেন আমেরিকার প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প বলেন, 'আমি ভারতের সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তি করতে চলেছি।'

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফেরও প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, 'পাকিস্তানের প্রধানমন্ত্রীও গ্রেট ম্যান। ওঁর সঙ্গেও আমার খুব ভাল সম্পর্ক। ওদের একজন ফিল্ড মার্শালও রয়েছেন। তিনিও খুব ভাল যোদ্ধা।' নয়াদিল্লি এবং ইসলামাবাদ, উভয়ের সঙ্গেই তাঁর সম্পর্ক ভাল, তা এদিন স্পষ্ট করে দেন ডোনাল্ড ট্রাম্প। 

এর আগেও ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, ট্যারিফ চাপানোর হুমকি দিয়েই নাকি তিনি ভারত এবং পাকিস্তানের সংঘাত থামিয়েছেন। যদিও নয়াদিল্লির তরফে স্পষ্ট ভাবে জানানো হয়েছে, ভারত-পাকিস্তানের সংঘাত থেমেছে 'অপারেশন সিঁদুর'-এর পর পড়শি দেশের তরফে আর্জি জানানোর পর। এতে বিদেশী কোনও শক্তি বা তৃতীয় পক্ষের কোনও হাত নেই। 

 

POST A COMMENT
Advertisement