প্রতীকী ছবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, 'সমস্ত তৃতীয় বিশ্বের দেশ' থেকে আমেরিকায় এন্ট্রি সম্পূর্ণ নিষিদ্ধ করবেন। আমেরিকার পুনরুদ্ধারে এবং বাইডেন প্রশাসনের অধীনে প্রবেশকারী অবৈধ অভিবাসীদের বহিষ্কার করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে লেখেন, 'আমাদের উদ্দেশ্য অ-নাগরিকদের দেওয়া সমস্ত সুবিধা এবং ভর্তুকি বন্ধ করা। অভ্যন্তরীণ শান্তি বিঘ্নিতকারী অভিবাসীদের নাগরিকত্ব বাতিল করা এবং বিদেশি নাগরিদের নির্বাসিত করা যারা দেশের জন্য বোঝা, নিরপাত্তার জন্য আশঙ্কার কারণ এথবা পাশ্চাত্য সংস্কৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।'
হোয়াইট হাউসের কাছে গুলি চলার ঘটনায় ন্যাশনাল গার্ডের একজনের মৃত্যু এবং একজন গুরুতর আহত হওয়ায় ট্রাম্পের এই ঘোষণা। তদন্তকারীদের মতে, বাইডেন প্রশাসনের সময়ে পরিবারের সঙ্গে আমেরিকা অভিবাসী হয়ে আসা এক আফগান নাগরিক এই হামলা চালিয়েছে।
তৃতীয় বিশ্বের দেশ কারা?
'তৃতীয় বিশ্বের দেশ' বলতে ট্রাম্প কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট নয়। কারণ এটি একটি পুরনো শব্দ যা ঠান্ডা যুদ্ধের সময়ে ব্যবহৃত হত। এমন দেশগুলিকে বোঝানো হত যারা আমেরিকা বা সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ছিল না। আমেরিকার মিত্র দেশগুলিকে বলা হত প্রথম বিশ্বের দেশ, সোভিয়েত ইউনিয়নের বন্ধু দেশগুলি ছিল দ্বিতীয় বিশ্বের দেশ। ভারতকে তখন তৃতীয় বিশ্বের দেশ হিসেবে বিবেচনা করা হত কারণ এটি জোটনিরপেক্ষ ছিল।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই 'তৃতীয় বিশ্ব' শব্দটি তার মূল রাজনৈতিক উদ্দেশ্য হারিয়ে ফেলে। আধুনিক সময়ে এটি সাধারণত অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা বা এখনও উন্নয়নশীল দেশগুলিকে বোঝাতে ব্যবহার করা হয়।
বর্তমানে তৃতীয় বিশ্বের দেশ হিসেবে বিবেচিত দেশগুলিতে সাধারণত উচ্চমাত্রার দারিদ্র, রাজনৈতিক বা অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং উচ্চ মৃত্যুহার থাকে। এই দেশগুলির অধিকাংশই শিল্পের দিক থেকেও উন্নত নয়। যেহেতু ঠান্ডা যুদ্ধের সময়ে এবং পরবর্তী কালে অর্থনৈতিক দিক থেকে 'তৃতীয় বিশ্বের দেশ' শব্দটির অর্থ আলাদা হয়ে গিয়েছে, ফত বর্তমানে কোন দেশগুলিএই বিভাগে বিবেচিত হয় তা নিয়ে বিভ্রান্তি রয়েছে।
তৃতীয় বিশ্বের দেশের কোনও তালিকা রয়েছে?
'তৃতীয় বিশ্বের দেশ'-এর কোনও অফিশিয়াল তালিকা নেই। তবে রাষ্ট্রসঙ্ঘ অর্থনৈতিক ও সামাজিক ভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলিকে স্বল্পোন্নত দেশ হিসেবে চিহ্নিত করে। সেক্ষেত্রে মাপকাঠি হল, মাথাপিছু আয়, মানব সম্পদ সূচক এবং অর্থনৈতিক ও পরিবেশগত সংবেদনশীলতা। আফগানিস্তান সহ মোট ৪৪টি দেশ বর্তমানে স্বল্পোন্নত দেশ হিসেবে তালিকাভুক্ত। এই তালিকা থেকে বেরিয়ে আসতে হলে একটি দেশকে এই মাপকাঠিগুলির মধ্যে কমপক্ষে ২টিতে পৌঁছতে হবে।
ভারত কি তৃতীয় বিশ্বের দেশ?
ঠান্ডা যুদ্ধের ফর্মুলা অনুযায়ী, ভারত জোটনিরপেক্ষ দেশগুলির মধ্যে ছিল। তাই ঐতিহাসিক প্রেক্ষাপটে এটিকে সেই শ্রেণিতে রাখা হতে পারে। তবে আধুনিক যুগে ভারতকে সাধারণত একটি উন্নয়নশীল দেশ হিসেবেই বিবেচনা করা হয়, স্বল্পোন্নত নয়। অতএব, রাষ্ট্রসঙ্ঘ কর্তৃক ৪৪টি স্বল্পোন্নত দেশের তালিকায় ভারত পড়ে না। যেহেতু ট্রাম্প নীতি বা সংজ্ঞা হিসেবে এই শব্দটি ব্যবহার করেনি, তাই তাঁর বিবৃতি ভারতকে অভিবাসন স্থগিতাদেশ করার দেশগুলির তালিকা থেকে বাদ দেওয়া হবে নাকি রাখা হবে তা নির্ধারণ করা যাচ্ছে না। তবে আন্তর্জাতিক মহলের অনুমান, ট্রাম্পের 'তৃতীয় বিশ্বের দেশ'-এর তালিকায় ভারতও রয়েছে।