US Attack On Iran: ইরানের মোক্ষম জায়গায় আঘাতের দাবি ট্রাম্পের, খামেনেই বললেন, 'শাস্তি আমরা দেবই...'

ডোনাল্ড ট্রাম্পের মতে ইরানের মোক্ষম স্থানে আঘাত করেছে আমেরিকা। সঠিক নিশানায় হামলা চালিয়েছে তারা। ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের ৩ পরমাণু কেন্দ্র। পাল্টা আয়াতোল্লাহ খামেনইয়ের বক্তব্য, চরম ভুল করেছে আমেরিকা। এর শাস্তি ওদের দেওয়া হবেই।

Advertisement
ইরানের মোক্ষম জায়গায় আঘাতের দাবি ট্রাম্পের, খামেনেই বললেন, 'শাস্তি আমরা দেবই...'আয়াতোল্লাহ খামেনেই, ডোনাল্ড ট্রাম্প
হাইলাইটস
  • ট্রাম্পের মতে ইরানের মোক্ষম স্থানে আঘাত করেছে আমেরিকা
  • ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের ৩ পরমাণু কেন্দ্র
  • খামেনইয়ের বক্তব্য, চরম ভুল করেছে আমেরিকা

ইরানের পরমাণু কেন্দ্রে মার্কিন হামলার তীব্র নিন্দা করলেন দেশের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনেই। একইসঙ্গে ভয়ানক পরিণতির চরম হুঁশিয়ারি দিলেন আমেরিকা এবং ইজরায়েলকে। তিনি শপথ নিয়েছেন, নাগাড়ে চলা উস্কানিমূলক আচরণের জন্য শত্রুদের কঠোর শাস্তি দেবেন। 

ইরানের ৩ পরমাণু কেন্দ্রে আমেরিকার বোমাবর্ষণের পর প্রথম এক্স হ্যাল্ডলে পোস্ট করলেন আয়াতোল্লাহ খামেনেই। তিনি লেখেন, 'শাস্তি দেওয়া অব্যাহত থাকবে। ইহুদি শত্রুরা খুব বড় ভুল করে ফেলেছে। বড় অপরাধ করে ফেলেছে। এর শাস্তি ওদের পেতেই হবে। আর সে শাস্তি আমরা দেবই। এখনই দেব।' ইরানের বিদেশ মন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি আগেই বলেন, 'এই হামলা আন্তর্জাতিক আইন, রাষ্ট্র সংঘের নীতি এবং পরমাণু অস্ত্রের প্রসার রোধের যে চুক্তির বিরোধী।  যা ঘটেছে, তা চূড়ান্ত নিন্দনীয়। এর ফল পেতে হবে।' আমেরিকাকে সরাসরি 'অপরাধী' বলে উল্লেখ করেছেন ইরানের বিদেশ মন্ত্রী। আরাগচির কথায়, 'শান্তিপূর্ণ পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়েছে। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসাবে কোনও দেশের এই কাজ বড় ধরনের অপরাধ।' ইরানের বিদেশ মন্ত্রীর হুঁশিয়ারি, রাষ্ট্র সংঘের নিয়ম অনুযায়ী, এই পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব এবং জনগণের জন্য ‘আত্মরক্ষার অধিকার প্রয়োগে'র ক্ষমতা আছে ইরানের। তিনি বলেন, 'রাষ্ট্রসঙ্ঘের নীতি অনুযায়ী আমাদের আত্মরক্ষার অধিকার রয়েছে। ইরান প্রতিটি অপশনই বিবেচনা করছে।'

ডোনাল্ড ট্রাম্প ভারতীয় সময় অনুযায়ী সোমবার সকালে দেওয়া একটি বিবৃতিতে বলেছেন, 'আমেরিকা মোক্ষম জায়গায় আঘাত করেছে। ইরানের ৩ পরমাণু কেন্দ্রের বিপুল ক্ষতি হয়েছে।' এদিকে, ইরান তা মানতে নারাজ। ইরানের পরমাণু শক্তি সংস্থা (AEOI) স্পষ্ট জানিয়েছে, এই হামলায় কোনও প্রাণহানি হয়নি এবং তেজস্ক্রিয়তার কোনও ধরনের লিক বা বিকিরণের আশঙ্কাও নেই।

 

POST A COMMENT
Advertisement