ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপাল আমেরিকা। বুধবার এ কথা ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১ অগাস্ট থেকে ভারতকে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। রাশিয়ার থেকে সামরিক সরঞ্জাম, তেল কেনার কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন ট্রাম্প। রাশিয়ার সঙ্গে বাণিজ্যের কারণেই 'শাস্তি' স্বরূপ ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর কথা স্পষ্ট ভাষায় জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ঠিক কী বলেছেন ট্রাম্প
ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, 'মনে রাখবেন, ভারত আমাদের বন্ধু। চড়া শুল্ক নেয় বলে ওদের সঙ্গে ব্যবসা কমিয়ে দিয়েছিলাম। পৃথিবীতে ওরাই সবচেয়ে বেশি শুল্ক নেয়।' এরপরেই ভারত-রাশিয়ার সম্পর্কের কথা উল্লেখ করে ট্রাম্প লিখেছেন, 'ওরা (ভারত) রাশিয়ার থেকে প্রচুর সামরিক সরঞ্জাম কিনেছে এবং রাশিয়ার থেকে সবচেয়ে বেশি জ্বালানি কেনে। যে সময়ে সকলে চাইছেন যাতে ইউক্রেনে হত্যালীলা থামাক রাশিয়া...সবটা ভাল নয়।' তারপরেই ট্রাম্প ভারতের উপর শুল্ক চাপানোর কথা জানিয়েছেন।
আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে এর আগে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছিলেন, বাণিজ্য চুক্তি তখনই কার্যকর হবে, যখন তাতে দুই দেশের জনগণ লাভবান হবেন। গত ৪ জুলাই তিনি বলেছিলেন, 'জনগণের উপর কী প্রভাব পড়ছে সেই ভাবনাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে কথা মাথায় রেখে যদি কোনও চুক্তি হয় তবে ভারত সর্বদাই প্রস্তুত।'
সম্প্রতি জিরো ট্যারিফ ডিলের কথা উল্লেখ করে ইন্দোনেশিয়ার বাজারে ঢুকেছে আমেরিকা। তবে আমেরিকায় তাদের পণ্য রপ্তানি করতে গেলে ১৯ শতাংশ শুল্ক দিতে হবে ইন্দোনেশিয়াকে। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা পণ্যের উপর ১৯ শতাংশ শুল্ক আরোপ করবে আমেরিকা, যা আগে ১০ শতাংশ ছিল। এমন পরিস্থিতিতে মনে করা হচ্ছিল যে, ট্রাম্প ভারতের সঙ্গেও একই রকম চুক্তি করতে পারেন। ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, শীঘ্রই ভারতের সঙ্গেও একই রকম বাণিজ্য চুক্তি হতে পারে।