Trump-Putin : মঙ্গলবারই পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প, যুদ্ধ থামাতে তৎপর আমেরিকা

তিন বছর ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধ থামাতে উদ্যোগী আমেরিকা। মঙ্গলবার এই যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement
মঙ্গলবারই পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প, যুদ্ধ থামাতে তৎপর আমেরিকা  Donald Trump,Vladimir Putin
হাইলাইটস
  • মঙ্গলবার পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প
  • যুদ্ধবিরতি নিয়ে দুই দেশের মধ্যে কথা হবে

তিন বছর ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধ থামাতে উদ্যোগী আমেরিকা। মঙ্গলবার এই যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন। 

সাংবাদিকদের ট্রাম্প বলেন, 'যুদ্ধ বিরতি সম্ভব কি না তা নিয়ে পুতিনের সঙ্গে মঙ্গলবার আলোচনা হবে। আমি জানি না আলোচনা সফল হবে কি না। সফল নাও হতে পারে। তবে পুতিনের সঙ্গে কথা বলব। চেষ্টা করব। এটা একটা বড় সুযোগ। এই সপ্তাহে অনেক কাজ রয়েছে।' 

ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কির কাছে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। জেলেনস্কি তাতে রাজিও হয়েছে। নীতিমগতভাবে এই প্রস্তাবকে সমর্থন করেছেন পুতিন। তিনি জানিয়েছেন, ৩০ দিন কেন, ৩ বছরের জন্যও যুদ্ধ বিরতিতে যেতে তিনি রাজি। তবে কয়েকটি শর্তে। 

তবে যুদ্ধবিরতির আলোচনার পক্ষে ট্রাম্প থাকলেও দুই দেশই একে অপরের উপর হামলা করছে বলে অভিযোগ। সপ্তাহান্তে রাশিয়া ও ইউক্রেন দুপক্ষই একে অপরের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে বলে জানা যাচ্ছে। পশ্চিমাঞ্চলীয় রাশিয়ার কুরস্কতে অবস্থানরত ইউক্রেনীয় বাহিনীকে তাড়ানোর লক্ষ্যে এগোচ্ছে রাশিয়া। 

তবে শুধু যুদ্ধবিরতি নয়, পুতিনের সঙ্গে আরও একাধিক বিষয়ে কথা বলতে পারেন ট্রাম্প। তিনি জানান, ''আমরা ভূখণ্ড নিয়ে কথা বলব। আমরা বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কথা বলব।আমি মনে করি অনেক বিষয় নিয়ে ইতিমধ্যেই ইউক্রেন এবং রাশিয়া উভয় পক্ষই আলোচনা করেছে। আমরা ইতিমধ্যেই কিছু বিষয় ভাগ করে নেওয়ার বিষয়ে কথা বলছি।'

POST A COMMENT
Advertisement