Donald Trump: পর্নস্টার-মামলায় বড় ধাক্কা ট্রাম্পের, শপথের আগে সাজা ঘোষণা

আমেরিকার প্রেসিডেন্ট পদে ফের শপথের আগে বড় বিপাকে ডোনাল্ড ট্রাম্প। পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়া নিয়ে যে মামলা দায়ের করা হয়েছিল, সেই মামলায় আগামী ১০ জানুয়ারি সাজা ঘোষণা করা হবে। এজন্য আদালতে হাজিরা দিতে হবে ট্রাম্পকে। আমেরিকার রাজনৈতিক ইতিহাসে যা নজিরবিহীন ঘটনা হতে চলেছে। 

Advertisement
পর্নস্টার-মামলায় বড় ধাক্কা ট্রাম্পের, শপথের আগে সাজা ঘোষণাডোনাল্ড ট্রাম্প।
হাইলাইটস
  • বড় বিপাকে ডোনাল্ড ট্রাম্প।
  • আগামী ১০ জানুয়ারি সাজা ঘোষণা করা হবে।
  • আদালতে হাজিরা দিতে হবে ট্রাম্পকে।

আমেরিকার প্রেসিডেন্ট পদে ফের শপথের আগে বড় বিপাকে ডোনাল্ড ট্রাম্প। পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়া নিয়ে যে মামলা দায়ের করা হয়েছিল, সেই মামলায় আগামী ১০ জানুয়ারি সাজা ঘোষণা করা হবে। এজন্য আদালতে হাজিরা দিতে হবে ট্রাম্পকে। আমেরিকার রাজনৈতিক ইতিহাসে যা নজিরবিহীন ঘটনা হতে চলেছে। 

তবে এই মামলায় ট্রাম্পের জেল না হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন এক বিচারক। নিউইয়র্কের বিচারক জুয়ান মার্চন ইঙ্গিত দিয়েছেন যে, ট্রাম্পকে কারাদণ্ডের সাজা বা জরিমানা ধার্য করবেন না। বরং তাঁকে শর্তসাপেক্ষে ছাড়া হতে পারে। 

এর আগে, এই মামলায় অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট। ট্রাম্পের আবেদন খারিজ করে দেয় নিউইয়র্কের আদালত। 

ঠিক কী নিয়ে মামলা? 

পর্নস্টার স্টর্মিকে ঘুষ দিয়েছেন ট্রাম্প, এই অভিযোগ নিয়ে জোর বিতর্ক মার্কিন মুলুকে। অভিযোগ, ২০০৬ সালে ওই পর্ন তারকার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি হয়েছিল ট্রাম্পের। ২০১৬ সালে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের সময় এ নিয়ে জোর আলোচনা চলেছিল। অভিযোগ, মুখ বন্ধ রাখতে পর্ন তারকাকে হুমকি দেওয়া হয়েছিল। মুখ বন্ধ রাখতেই স্টর্মিকে ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে। অভিযোগ, ওই পর্নস্টারকে ১ লক্ষ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছেন ট্রাম্প। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আমেরিকার ভাবী প্রেসিডেন্ট।

গত নভেম্বর মাসে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে লড়ে ফের জয়ী হয়েছেন ট্রাম্প। আবার প্রেসিডেন্ট হিসাবে দেশ সামলাতে চলেছেন তিনি। নতুন বছরের ২০ জানুয়ারি সে দেশের ৪৭ তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার কথা ট্রাম্পের। তার আগেই এই মামলায় ট্রাম্পের আবেদন খারিজ হয়ে গেল। যার জেরে অস্বস্তিই বাড়ল বলে মনে করা হচ্ছে।
 

POST A COMMENT
Advertisement