Donald Trump: পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে হতে পারে? নিজেই নাম ঘোষণা করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাঁর ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ (MAGA) আন্দোলনের সবচেয়ে সম্ভাব্য উত্তরসূরি হলেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ২০২৮ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ভ্যান্স তাঁর পছন্দের প্রার্থী হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

Advertisement
পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে হতে পারে? নিজেই নাম ঘোষণা করলেন ট্রাম্প
হাইলাইটস
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাঁর ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ (MAGA) আন্দোলনের সবচেয়ে সম্ভাব্য উত্তরসূরি হলেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
  • ২০২৮ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ভ্যান্স তাঁর পছন্দের প্রার্থী হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাঁর ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ (MAGA) আন্দোলনের সবচেয়ে সম্ভাব্য উত্তরসূরি হলেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ২০২৮ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ভ্যান্স তাঁর পছন্দের প্রার্থী হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। একইসঙ্গে তিনি বলেছেন, বর্তমান বিদেশমন্ত্রী মার্কো রুবিওও কোনও না কোনও ভূমিকায় তাঁর সঙ্গে যুক্ত থাকতে পারেন।

মঙ্গলবার MAGA আন্দোলনের উত্তরসূরি নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, 'আমি মনে করি ভ্যান্সের আমার উত্তরসূরি হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। সত্যি বলতে, তিনি ভাইস প্রেসিডেন্ট।' তিনি আরও যোগ করেন, 'উত্তরসূরি নিয়ে কথা বলার সময় এখনও আসেনি, তবে ভ্যান্স বর্তমানে দুর্দান্ত কাজ করছেন এবং এই মুহূর্তে তিনিই তাঁর প্রিয় পছন্দ।'

ট্রাম্প ফেব্রুয়ারিতে ভ্যান্সকে 'খুবই সক্ষম' বলে উল্লেখ করলেও তখন তাঁকে আনুষ্ঠানিকভাবে উত্তরসূরি হিসেবে সমর্থন জানাতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তবে সাম্প্রতিক মন্তব্যে তিনি ইঙ্গিত দিয়েছেন, ২০২৮-এর লড়াইয়ে ভ্যান্স তাঁর প্রধান পছন্দ হতে পারেন।

৪০ বছর বয়সী জেডি ভ্যান্স মার্কিন মেরিন কর্পসে দায়িত্ব পালন করেছেন এবং ২০২৩ থেকে ২০২৫ পর্যন্ত ওহাইওর সিনেটর ছিলেন। দ্বিতীয় ট্রাম্প প্রশাসনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অন্যদিকে, মার্কো রুবিওও ভাইস প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবে বর্তমানে ট্রাম্প প্রশাসনে নীতিগত কাজে ভ্যান্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন।

গত মাসে সিএনএন-এর সঙ্গে এক সাক্ষাৎকারে ভ্যান্স রুবিও সম্পর্কে বলেন, 'মার্কো অত্যন্ত সক্ষম এবং বিশ্বাসযোগ্য। ট্রাম্প প্রশাসনে তিনি আমার সবচেয়ে কাছের বন্ধুদের একজন।'

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও ২০২৮ সালে রাষ্ট্রপতি পদপ্রার্থীতার উচ্চাকাঙ্ক্ষাকে সরাসরি অস্বীকার না করলেও বলেন, আপাতত তাঁর মনোযোগ বর্তমান দায়িত্বের দিকে। ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে তিনি মন্তব্য করেন, 'আপনি জানেন না ভবিষ্যতে কী হবে।'

 

POST A COMMENT
Advertisement