Donald Trump Biological Age: 'দিল তো বাচ্চা হ্যায় জি' বৃদ্ধ ট্রাম্পের হার্ট এখনও 'ইয়ং', জানাল হোয়াইট হাউস

বয়স বাড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে সেটা তাঁর মেডিক্যাল রিপোর্ট দেখে বোঝার উপায় নেই। সম্প্রতি হোয়াইট হাউস ট্রাম্পের স্বাস্থ্য সংক্রান্ত একটা রিপোর্ট সামনে এনেছে। আর সেই রিপোর্ট দেখেই চক্ষু চড়কগাছ বিশেষজ্ঞদের। কারণ, ট্রাম্পের যা বাস্তবিক বয়স, তার থেকে ১৪ বছর কম রয়েছে তাঁর কার্ডিয়াক এজ। অর্থাৎ সোজা ভাষায় প্রেসিডেন্টের হার্টের বয়স এখনও কিছুটা কম। আর সেটা শরীরের জন্য খুবই ভালো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

Advertisement
'দিল তো বাচ্চা হ্যায় জি' বৃদ্ধ ট্রাম্পের হার্ট এখনও 'ইয়ং', জানাল হোয়াইট হাউস
হাইলাইটস
  • ১৪ বছর কম রয়েছে তাঁর কার্ডিয়াক এজ
  • সোজা ভাষায় প্রেসিডেন্টের হার্টের বয়স এখনও কিছুটা কম
  • তথ্য দিয়েছেন হোয়াইট হাউসের হাইস ফিজিশিয়ান সিন বারবেল্লা

বয়স বাড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে সেটা তাঁর মেডিক্যাল রিপোর্ট দেখে বোঝার উপায় নেই। সম্প্রতি হোয়াইট হাউস ট্রাম্পের স্বাস্থ্য সংক্রান্ত একটা রিপোর্ট সামনে এনেছে। আর সেই রিপোর্ট দেখেই চক্ষু চড়কগাছ বিশেষজ্ঞদের। কারণ, ট্রাম্পের যা বাস্তবিক বয়স, তার থেকে ১৪ বছর কম রয়েছে তাঁর কার্ডিয়াক এজ। অর্থাৎ সোজা ভাষায় প্রেসিডেন্টের হার্টের বয়স এখনও কিছুটা কম। আর সেটা শরীরের জন্য খুবই ভালো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

প্রসঙ্গত, ট্রাম্পের হার্ট সংক্রান্ত এই তথ্য দিয়েছেন হোয়াইট হাউসের হাইস ফিজিশিয়ান সিন বারবেল্লা। আর তথ্যটি প্রকাশ করেছেন প্রেস সচিব ক্যারোলিন লেভিট। 

এখন ট্রাম্পের বয়স ৭৯
খাতায় কলমে এখন ট্রাম্পের বয়স ৭৯। তিনি চলতি বছরের জানুয়ারিতেই আমেরিকার মসনদে বসেছেন।

তবে তাঁর শরীরের অন্দরের রিপোর্ট দেখলে সেটা বোঝাই দায়। তাঁর ফিটনেস রিপোর্ট বলছে, তাঁর বাস্তবিক বয়সের তুলনায় হার্টের বয়স অনেকটাই কম। 

ডাঃ বারবেল্লা জানান, ট্রাম্পের পালমোনারি, নিউরোলজিক্যাল এবং শারীরিক সক্ষমতা 'এক্সিলেন্ট' পর্যায়ে রয়েছে। পাশাপাশি এই রিপোর্ট থেকে জানা যায় যে প্রেসিডেন্টের নিয়মিত হেলথ চেকআপ চলছে। তাঁকে দেওয়া হয়েছে বার্ষিক ফ্লু টিকা। এছাড়া আপডেটেড কোভিড ১৯ বুস্টারও পেয়েছেন তিনি। 

প্রেস রিলিজ

কার্ডিয়াক এজ ১৪ বছর কম
ECG রিপোর্টে দেখা গিয়েছে যে ট্রাম্পের হার্টের বয়স অন্তত ১৪ বছর কম। আর এটাই তাঁর হার্টের ফাংশন এবং সার্বিক স্বাস্থ্যের বিষয়ে বড় ইঙ্গিত দেয় বলে মনে করছেন চিকিৎসকেরা। 


কোথায় হয় এই টেস্ট? 
ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা হয় ওয়াল্টার রিড ন্যাশনাল মেডিক্যাল সেন্টারে। এটাই সেই স্থান, যেখানে এতদিন ধরে ইউএস প্রেসিডেন্টের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা হয়ে এসেছে। আর এই পরীক্ষাটি হল কমপ্রিহেনসিভ হেলথ চেক আপের ৬ মাস পর।

স্বাস্থ্যই হয়ে ওঠে ভোটের ইস্যু
এপ্রিলে চেক আপে জানা যায়, ট্রাম্পের উচ্চতা ৬ ফিট ৩ ইঞ্চি। তার ওজন ১০২ কেজি। তাঁর কোলেস্টেরল রয়েছে কন্টোলে। শুধু তাই নয়, চিকিৎসকেরা তাঁর ফিটনেসের সবসময় প্রশংসা করেছেন। এমনকী তাঁর গলফ খেলার অভ্যাসও যে স্বাস্থ্যের হাল ফেরাচ্ছে, সেটাও জানিয়েছেন চিকিৎসকেরা।

Advertisement

ও দিকে পূর্বতন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীর ছিল খারাপ। তিনি বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন। আর ভোটের সময় এটাই ডোনাল্ডের 'ট্রাম্প কার্ড' ছিল। তিনি প্রচারের সময় বারবার নিজের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে জানান। শুধু তাই নয়, তিনি যে বাইডেনের থেকে অনেক বেশি এনার্জেটিক, সেটাও ঘটা করে জানিয়ে রাখেন। আর সেটাই তাঁর পক্ষে যায়। আজ তিনি দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে কাজ করছেন। আর তাঁর স্বাস্থ্য এখনও অসাধারণ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

 

POST A COMMENT
Advertisement