scorecardresearch
 

Drone Attack: ২৪ ঘণ্টায় সৌদি আরবের বিমানবন্দরে ২ ড্রোন হামলা! আহত ৮ নাগরিক

গত ২৪ ঘণ্টায় আভা বিমানবন্দরে এটা নিয়ে দ্বিতীয় হামলা হল। যদিও, হামলার দায় এখনও কোনও জঙ্গি সংগঠন স্বীকার করেনি। সৌদি নেতৃত্বাধিন সেনাবাহিনী এই হামলার ঘটনা নিয়ে বিশদে কিছু জানায়নি। তবে সূত্রের খবর, এই  হামলার পিছনে ইরানের শিতে জঙ্গিগোষ্ঠীর হাত থাকতে পারে। ইতিমধ্যেই হামলাকারী ড্রোনটিকে চিহ্নিত করা হয়েছে। 

Advertisement
এখানেই হয়েছে পরপর দুটি ড্রোন হামলা এখানেই হয়েছে পরপর দুটি ড্রোন হামলা
হাইলাইটস
  • গত ২৪ ঘণ্টায় আভা বিমানবন্দরে এটা নিয়ে দ্বিতীয় হামলা হল
  • হামলার দায় এখনও কোনও জঙ্গি সংগঠন স্বীকার করেনি
  • সৌদি নেতৃত্বাধিন সেনাবাহিনী এই হামলার ঘটনা নিয়ে বিশদে কিছু জানায়নি

২৪ ঘণ্টার মধ্যে পরপর ২ বার ড্রোন হামলা। সৌদি আরবিয়ার দক্ষিণ-পশ্চিমের একটি বিমানবন্দরে এবারের হামলায় আহত হলেন ৮ জন। তাঁদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনায় একটি যাত্রীবাহী বিমানেরও ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

হাওতি

গত ২৪ ঘণ্টায় আভা বিমানবন্দরে এটা নিয়ে দ্বিতীয় হামলা হল। যদিও, হামলার দায় এখনও কোনও জঙ্গি সংগঠন স্বীকার করেনি। সৌদি নেতৃত্বাধিন সেনাবাহিনী এই হামলার ঘটনা নিয়ে বিশদে কিছু জানায়নি। তবে সূত্রের খবর, এই  হামলার পিছনে ইরানের শিতে জঙ্গিগোষ্ঠীর হাত থাকতে পারে। ইতিমধ্যেই হামলাকারী ড্রোনটিকে চিহ্নিত করা হয়েছে। 

হাওতি সমর্থকরা

২০১৫ সাল থেকেই ইয়েমেনের হাওতি জঙ্গিদের সঙ্গে একটা সংঘর্ষের পরিস্থিতি চলেই আসছে। বর্তমানে আফগানিস্তান পরিস্থিতি জটিল হওয়ার সঙ্গে সঙ্গেই, নতুন করে মাথাচারা দিয়ে উঠেছে হাওতি।  

 

Advertisement