scorecardresearch
 

Earthquakes in Turkey-Syria: যেন শ্মশানের নিস্তব্ধতা, ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা ছাড়াল ৪ হাজার

ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্কে ৭ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। ৪০টিরও বেশি দেশ এখনও পর্যন্ত সাহায্যের প্রস্তাব দিয়েছে তুরস্ক সরকারকে। ভারতও সম্ভাব্য সবকিছু সাহায্যের আশ্বাস দিয়েছে তুরস্ককে।

Advertisement
ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা ছাড়াল ৩৮০০ ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা ছাড়াল ৩৮০০
হাইলাইটস
  • দুই দেশে মোট মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে
  • মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে

তুরস্ক (Turkey) এবং সিরিয়ার (Syria) ভূমিকম্পে (Earthquakes) মৃতের সংখ্যা ছাড়াল ৪০০০। কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। এখনও পর্যন্ত অনেক মানুষ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন। তাই দুই দেশেই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। গতকাল ৩ বার কম্পন অনুভূত হয় দুই দেশে। গতকাল ভোররাতে সিরিয়া ও তুরস্কে ৭.৮ মাত্রার একটি বড় ভূমিকম্প হয়। প্রথম কম্পনের কয়েক ঘণ্টা পরই তুরস্কে ৭.৬ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে। পরে আরও একবার কেঁপে ওঠে দুই দেশ, রিখটার স্কেলে তৃতীয় ভূমিকম্পের তীব্রতা ৬। তিনটে ভূমিকম্পে হাজার হাজার বাড়িঘর ভেঙে পড়ে। বহু মানুষ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান।

বর্তমানে দুই দেশে উদ্ধার অভিযান চলছে। এদিকে, তুরস্কের রাষ্ট্রপতি এরোদগান সোমবারের ভূমিকম্পকে ১৯৩৯ সালের পরের সবচেয়ে বড় বিপর্যয় বলে অভিহিত করেছেন। তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে বলেছেন, তিনটি শক্তিশালী ভূমিকম্পে তুরস্কের ১০টি প্রদেশে কমপক্ষে ২,৩৭৯ জনের মৃত্যু হয়েছে। ১৪৪৮৩ জন আহত হয়েছেন। সিরিয়ায় মৃতের সংখ্যা ১,৪৪৪ এ পৌঁছেছে। দুই দেশে মোট মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৪ হাজার। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: ছড়িয়ে ছিটিয়ে পড়ে দেহ, তুরস্ক-সিরিয়ায় হাহাকার, ভূমিকম্পের সব ছবি রইল

Advertisement