Elon Mask's 14th Child: আবার বাবা হলেন ইলন মাস্ক, ১৪তম সন্তানের মা কে? জানুন পরিচয়

আবার বাবা হলেন ইলন মাস্ক। জন্ম দিলেন ১৪তম সন্তানের। এ বার তিনি পুত্রসন্তানের বাবা হয়েছেন। নবজাতকের নাম রাখা হয়েছে সেলডন লাইকারগাস। সদ্যোজাতর মা শিভন জিলিস এক্সিকিউটিভ পদে কর্মরত মাস্কের সংস্থা নিউরালিঙ্ক-এ। এর আগে আরও তিন বার মাস্কের সন্তানের মা হয়েছেন শিভন।

Advertisement
আবার বাবা হলেন ইলন মাস্ক, ১৪তম সন্তানের মা কে? জানুন পরিচয়ইলন মাস্ক ও তাঁর সন্তান

আবার বাবা হলেন ইলন মাস্ক। জন্ম দিলেন ১৪তম সন্তানের। এ বার তিনি পুত্রসন্তানের বাবা হয়েছেন। নবজাতকের নাম রাখা হয়েছে সেলডন লাইকারগাস। সদ্যোজাতর মা শিভন জিলিস এক্সিকিউটিভ পদে কর্মরত মাস্কের সংস্থা নিউরালিঙ্ক-এ। এর আগে আরও তিন বার মাস্কের সন্তানের মা হয়েছেন শিভন।

সোশ্যাল মিডিয়া এক্স-এ শিভন লেখেন, “এলনের সঙ্গে আলোচনা করার পর সুন্দর আর্কেডিয়ার জন্মদিনে আমরা অনুভব করেছি যে আমাদের ছেলে সেলডন লাইকারগাসের কথা সরাসরি শেয়ার করাই ভাল। আমরা ওকে খুবই ভালবাসি”। এই শিশুর জন্ম কবে হয়েছে, সেটা তিনি জানাননি। তাঁর এই পোস্টে হৃদয় ইমোজি দিয়েছেন মাস্ক স্বয়ং। ২০২১ সালে জানা যায় যে মাস্কের যমজ সন্তানের জন্ম দিয়েছেন শিভন। ২০২৪ সালে, তিনি মাস্কের তৃতীয় সন্তানের জন্ম দেন।

মাস্কের ১৩-তম সন্তানের জন্ম দেওয়ার দাবি করেন রক্ষণশীল প্রভাবশালী অ্যাশলে সেন্ট ক্লেয়ার। তার পরই প্রকাশ্যে এল জিলিসের এই ঘোষণা। যদিও মাস্ক এখনও প্রকাশ্যে ক্লেয়ারের দাবি স্বীকার করেননি। তবে সেন্ট ক্লেয়ার দাবি করেছেন যে তিনি মাস্কের সঙ্গে ২০২৪ সালের জানুয়ারিতে সেন্ট বার্থসে ভ্রমণের সময় অন্তঃসত্ত্বা হন।

বছরের পর বছর ধরে, এলন মাস্ক বিভিন্ন মহিলার সঙ্গে একাধিক সন্তানের পিতৃত্বের স্বাদ পেয়েছেন। যা জটিল সম্পর্কের দ্বারা পরিপূর্ণ একটি বিস্তৃত পারিবারিক শাখাপ্রশাখা তৈরি করেছে। তাঁর প্রথম সন্তানের নাম নেভাদা আলেকজান্ডার। ২০০২ সালে প্রাক্তন স্ত্রী জাস্টিন উইলসনের গর্ভে জন্ম নেভাদার। যদিও মাত্র ১০ সপ্তাহ বয়সে মর্মান্তিকভাবে তার মৃত্যু হয়। এর পর মাস্কের স্ত্রী তাঁকে আরও ৫ জন সন্তান উপহার দেন। যার মধ্যে যমজ ভিভিয়ান এবং গ্রিফিন ছাড়াও ট্রিপলেট ড্যামিয়ান, কাই এবং স্যাক্সন রয়েছে।

মাস্কের মেয়ে ভিভিয়ান ২০২২ সালে রূপান্তরকামী হিসেবে শিরোনামে আসেন। পরবর্তীতে তিনি আইনত তাঁর নাম পরিবর্তন করেন এবং নামের পাশে মাস্কের উপাধি পরিচয়ও মুছে ফেলেন। তাঁর লিঙ্গ পরিচয়ের প্রতি মাস্কের প্রতিক্রিয়া জটিল বলে জানা গিয়েছে। এমনকি তাঁর শিক্ষার ভিত্তিতে তাঁকে বামপন্থী দৃষ্টিভঙ্গি ধারণ করার অভিযোগও এনেছেন এলন মাস্ক। ২০১৮ সালে, পপ তারকা গ্রিমসের সঙ্গে সম্পর্ক শুরু করেন মাস্ক। 

Advertisement

POST A COMMENT
Advertisement