scorecardresearch
 

জেল খাটতে হবে Elon Musk-কে? Twitter ডিল নিয়ে বড় আপডেট

৪৪ বিলিয়ন ডলারের টুইটার চুক্তি নিয়ে দায়ের হওয়া মামলায় এই প্রথম আদালতের সিদ্ধান্ত পাওয়া গেল। আদালত জানিয়েছে এলন মাস্কের টুইটার (Twitter) অধিগ্রহণ মামলা অক্টোবরে ট্রায়ালে যাবে। এই মামলায় প্রায় ২ ঘণ্টার দীর্ঘ শুনানির পর, ডেলাওয়্যার কোর্ট অফ চ্যান্সারিতে বিচারক ক্যাথলিন সেন্ট জে. ম্যাককর্মিক বলেন, লেনদেন যত দীর্ঘস্থায়ী থাকবে, ততই অনিশ্চয়তা বাড়বে। 

Advertisement
এলন মাস্ক এলন মাস্ক
হাইলাইটস
  • টুইটার ডিল নিয়ে বড়সড় আপডেট
  • আদালতে হল ২ ঘণ্টা শুনানি
  • ট্রায়াল শুরু অক্টোবরে

এলন মাস্ক (Elon Musk) টুইটার ডিল বাতিল করার পর, এবার সেই মামলায় বড়সড় আপডেট। ডিল থেকে পিছিয়ে আসার পর ওই সোশ্যাল মিডিয়া সংস্থা এলন মাস্কের বিরুদ্ধে Delaware Court-এ মামলা দায়ের করেছে। অক্টোবরে দু'পক্ষ ট্রায়ালে যাবে বলে জানিয়েছে আদালত। 

২ ঘণ্টা শুনানি
৪৪ বিলিয়ন ডলারের টুইটার চুক্তি নিয়ে দায়ের হওয়া মামলায় এই প্রথম আদালতের সিদ্ধান্ত পাওয়া গেল। আদালত জানিয়েছে এলন মাস্কের টুইটার (Twitter) অধিগ্রহণ মামলা অক্টোবরে ট্রায়ালে যাবে। এই মামলায় প্রায় ২ ঘণ্টার দীর্ঘ শুনানির পর, ডেলাওয়্যার কোর্ট অফ চ্যান্সারিতে বিচারক ক্যাথলিন সেন্ট জে. ম্যাককর্মিক বলেন, লেনদেন যত দীর্ঘস্থায়ী থাকবে, ততই অনিশ্চয়তা বাড়বে। 

আদালতে দলিল পেশ টুইটারের
নিউইয়র্ক টাইমসের রিপোর্ট উদ্ধৃত করে বিজনেস টুডে জানাচ্ছে, আদালতে মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়েছে টুইটার। এক্ষেত্রে সেপ্টেম্বরে শুনানির আবেদন জানানো হয়েছে। অন্যদিকে এলোন মাস্ক ট্রায়ালের জন্য ফেব্রুয়ারি পর্যন্ত সময় চেয়েছেন। 

আরও সময় চাইলেন মাস্কের আইনজীবী
আদালতের এই সিদ্ধান্ত একদিক থেকে টুইটারের জন্য জয়। কারণ তারা এই মামলার দ্রুত নিষ্পত্তি চাইছে। এই বিষয়ে টুইটারের আইনজীবী জানিয়েছেন, এই মামলায় ওই সোশ্যাল মিডিয়া সংস্থার প্রতি ঘণ্টায় লোকসান হচ্ছে। অন্যদিকে তদন্তের জন্য আরও সময় চেয়েছেন মাস্কের আইনজীবী। 

কী বলছেন আইনজ্ঞরা? 
প্রসঙ্গত Tesla-র CEO গত এপ্রিল মাসে টুইটারকে কেনার জন্য ডিল করেছিলেন। কিন্তু জুলাইতে Tesla-র CEO জানান যে তিন এই ডিল নিয়ে আর এগোতে চান না। এক্ষেত্রে যদি মাস্ক চুক্তি শেষ করেন তাহলে তাঁকে ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে। অধিগ্রহণ আইনের বিশেষজ্ঞ, প্রফেসর রবার্ট মিলারের এই জরিমানার পরিমান খুবই বেশি এবং যদি মাস্ক তা পরিশোধ না করেন, তাহলে তাঁকে জেলে পাঠানোই হবে শেষ উপায়। তবে মিলার এটাও জানান যে এটা একটা সম্ভাবনা মাত্র। কারণ যদি আদালতের রায় মাস্কের বিরুদ্ধে যায় এবং তিনি তা পালনে অস্বীকার করেন তাহলে এমনটা হতে পারে। আদালত মনে করছে অক্টোবরে মামলা ৫ দিন মতো চলবে। সেক্ষেত্রে এখন দেখার কোনদিকে গড়ায় মামলার জল। 

Advertisement

আরও পড়ুনপরপর ৫ বার যমজ সন্তানের জন্ম দিলেন মহিলা, রাগে বাড়ি ছাড়লেন স্বামী

 

Advertisement