Elon Musk Donation: ইলন মাস্ক রোজ ৮ কোটি টাকার চেক বিলি করছেন, পেতে হলে করুন শুধু এই কাজ

Elon Musk Donation: প্রতিদিন এক মিলিয়ন ডলার করে উপহার দেবেন ইলন মাস্ক। শনিবারই শুরু করে দিয়েছেন। ইতিমধ্যেই ভরা সভায় একজনের হাতে এক মিলিয়ন ডলারের চেক তুলে দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে পর্যন্ত, যাঁরা-যাঁরা তাঁর অনলাইন পিটিশনে স্বাক্ষর করবেন, তাঁদের মধ্যে থেকে একজন করে বেছে নিয়ে এই টাকা উপহার দেবেন। অনেকটা লটারির মতো। এই পিটিশনে মত প্রকাশের অধিকার এবং অস্ত্র বহনের অধিকারের পক্ষে সই করতে বলা হচ্ছে।

Advertisement
ইলন মাস্ক রোজ ৮ কোটি টাকার চেক বিলি করছেন, পেতে হলে করুন শুধু এই কাজআজব স্কিম ইলন মাস্কের।
হাইলাইটস
  • প্রতিদিন এক মিলিয়ন ডলার করে উপহার দেবেন ইলন মাস্ক।
  • । ইতিমধ্যেই ভরা সভায় একজনের হাতে এক মিলিয়ন ডলারের চেক তুলে দিয়েছেন।
  • প্রতিদিন এভাবেই ১ মিলিয়ন ডলার করে পুরস্কার তুলে দেবেন।

Elon Musk Donation: প্রতিদিন এক মিলিয়ন ডলার করে উপহার দেবেন ইলন মাস্ক। শনিবারই শুরু করে দিয়েছেন। ইতিমধ্যেই ভরা সভায় একজনের হাতে এক মিলিয়ন ডলারের চেক তুলে দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে পর্যন্ত, যাঁরা-যাঁরা তাঁর অনলাইন পিটিশনে স্বাক্ষর করবেন, তাঁদের মধ্যে থেকে একজন করে বেছে নিয়ে এই টাকা উপহার দেবেন। অনেকটা লটারির মতো। এই পিটিশনে মত প্রকাশের অধিকার এবং অস্ত্র বহনের অধিকারের পক্ষে সই করতে বলা হচ্ছে।

আমেরিকা পিএসি ওয়েবসাইটে এই পিটিশন চলছে। এর লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ স্টেটের ভোটারদের কাছ থেকে ১ মিলিয়ন স্বাক্ষর সংগ্রহ করা। পিটিশনে বলা হয়েছে, 'প্রথম এবং দ্বিতীয় সংশোধনীতে মত প্রকাশের এবং অস্ত্র বহনের অধিকারের উল্লেখ রয়েছে। আমি নিচে স্বাক্ষর করে এই সংশোধনীগুলির প্রতি আমার সমর্থন জানাচ্ছি।'

শনিবার পেনসিলভানিয়াতে রিপাবলিকান পার্টির একটি প্রচারসভা ছিল। সেখানে ছিলেন ইলন মাস্ক। সেই সভাতেই একজনের হাতে ১ মিলিয়ন ডলারের চেক তুলে দেন। জন ড্রেহার নামের ওই ব্যক্তি চেক পেয়ে কার্যতই অবাক। মাস্ক বলেন, 'জন আগে থেকে কিছুই জানত না। তবে তবুও, আপনাকে অভিনন্দন।' 

ইলন মাস্ক তাঁর ভাষণে আরও বলেন, তাঁর রাজনৈতিক সংগঠন, আমেরিকা পিএসি, প্রতিদিন এভাবেই ১ মিলিয়ন ডলার করে পুরস্কার তুলে দেবে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮.৪০ কোটি টাকা। আগামী ৫ নভেম্বর নির্বাচনের দিন পর্যন্ত এমনটা করবেন। ইলন মাস্কের এই আমেরিকা পিএসি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রচার করছে।  

হলফনামা অনুযায়ী, ইলন মাস্ক ইতিমধ্যেই আমেরিকা পিএসিকে প্রায় ৭৫ মিলিয়ন ডলার দান করেছেন। যে কোনও দেশেই ভোটের প্রচার করতে হলে অনেক টাকার ফান্ড লাগে। ইলন মাস্কের এই টাকায় যে ডোনাল্ড ট্রাম্প তথা রিপাবলিকান পার্টির অনেক লাভ হবে, তা বলাই বাহুল্য। 

এর আগে, স্পেসএক্স-টেসলার মালিক ইলন মাস্ক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যেক রেজিস্টার্ড ভোটারকে ৪৭ ডলার করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। একটাই শর্ত ছিল, পিটিশনে নিজে সই করার পর অন্য আরেকজনকে সই করতে অনুপ্রাণিত করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র রাখার অস্ত্র অধিকার ইস্যুতে বেশ বিতর্ক চলছে। সেদেশের কিছু মানুষ সহজেই নিজের কাছে অস্ত্র রাখার অধিকারকে সমর্থন করে। অন্যদিকে সমাজের একাংশের মতে, এভাবে সবার কাছে আগ্নেয়াস্ত্র থাকাটা সার্বিকভাবে জনসাধারণের নিরাপত্তার জন্য বিপজ্জনক। এই বিষয়ে আপনার কী মতামত? 

Advertisement

POST A COMMENT
Advertisement