Elon Musk: আরও সন্তান চান ইলন মাস্ক, বহু মহিলাকে স্পার্ম ডোনেট করতে চান, কেন?

১৪ সন্তানের পিতা তিনি। কিন্তু এখানেই থামতে চান না বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্ক। আরও সন্তান চান। আর সেই কারণে বিভিন্ন মহিলাদের দ্বারস্থ হচ্ছেন তিনি। সন্তান ধারণের জন্য গোপনে 'ডিল'ও করছেন নাকি মাস্ক। এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে। আমেরিকার প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর সে দেশে সরকারের ব্যয় কাটছাঁট করতে একাধিক পদক্ষেপ করতে দেখা গিয়েছে মাস্ককে। অথচ, সেই মাস্কই একটা ব্যাপারে কিছুতেই কাটছাঁট করতে চাইছেন না। আর সেটা হল আরও সন্তানলাভ। 

Advertisement
 আরও সন্তান চান ইলন মাস্ক, বহু মহিলাকে স্পার্ম ডোনেট করতে চান, কেন?ইলন মাস্কের কাণ্ডে শোরগোল।
হাইলাইটস
  • ১৪ সন্তানের পিতা তিনি।
  • কিন্তু এখানেই থামতে চান না বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্ক।
  • আরও সন্তান চান।

১৪ সন্তানের পিতা তিনি। কিন্তু এখানেই থামতে চান না বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্ক। আরও সন্তান চান। আর সেই কারণে বিভিন্ন মহিলাদের দ্বারস্থ হচ্ছেন তিনি। সন্তান ধারণের জন্য গোপনে 'ডিল'ও করছেন নাকি মাস্ক। এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে। আমেরিকার প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর সে দেশে সরকারের ব্যয় কাটছাঁট করতে একাধিক পদক্ষেপ করতে দেখা গিয়েছে মাস্ককে। অথচ, সেই মাস্কই একটা ব্যাপারে কিছুতেই কাটছাঁট করতে চাইছেন না। আর সেটা হল আরও সন্তানলাভ। 

কিন্তু কী কারণ?

দাবি করা হয়েছে যে, মাস্কের বিশ্বাস, যে হারে জন্মহার কমছে, তাতে ঝুঁকি হতে পারে এই সভ্যতার। আর তাই এখন থেকেই সেই ঝুঁকি দূর করতে পদক্ষেপ করতে চান তিনি। রিপোর্টে দাবি করা হয়েছে যে, নিজের স্পার্ম দান করার জন্য মহিলাদের দ্বারস্থ হচ্ছেন মাস্ক। বিভিন্ন মহিলার সঙ্গে এই নিয়ে নাকি গোপনে চুক্তিও করছেন। 

মাস্কের সন্তানের সংখ্যা ১৪। ৪ মহিলার গর্ভে জন্ম নিয়েছে মাস্কের সন্তানরা। ওই সংবাদপত্রের দাবি, পেশায় ক্রিপ্টোকারেন্সি ইনফ্লুয়েন্সার জাপানি এক মহিলাকে সন্তান ধারণের জন্য সরাসরি বার্তা পাঠিয়েছেন মাস্ক। বিষয়টি নিয়ে সরব হওয়ার পর পরই সমাজমাধ্যমে তাঁকে আনফলো করে দেন টেসলা কর্তা। 

মাস্কের যে চার সঙ্গী তাঁর সন্তানের জন্ম দিয়েছেন, তাঁরা হলেন জাস্টিন উইলসন, গ্রিমস, শিভন জিলস ও অ্যাশলে সেন্ট ক্লেয়ার। সূত্রের দাবি,  সন্তান লাভের জন্য আরও মহিলাকে প্রস্তাব দিচ্ছেন মাস্ক। 

২০২৩ সালে এক্স হ্যান্ডলে অ্যাশলেকে ফলো করেছিলেন মাস্ক। তারপরই দু'জনের মধ্যে ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। গত বছরের সেপ্টেম্বরে মাস্কের ১৩তম সন্তানের জন্ম দেন তিনি। ১৪ সন্তানের পরও মাস্ক যেভাবে সন্তান চাইছেন, এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। অনেকে বলছেন, মাস্ক নাকি সন্তানদের ফৌজ বানাতে চাইছেন। যদিও ওই সংবাদপত্রের প্রতিবেদনের পর এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি মাস্ক। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement