ইঙ্গিত ছিল আগেই এবার সরাসরি নিজের নয়া দল গড়ার কথা ঘোষণা করে দিলেন ইলন মাস্ক। টেসলা কর্তা জানিয়ে দিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যেদিন 'বিগ বিউটিফুল বিল' কার্যকর করবে, তার পরদিনই 'আমেরিকা পার্টি' গঠন করবেন তিনি।
এই 'বিগ বিউটিফুল বিল' নিয়েই যত সমস্যার সূত্রপাত। সরাসরি ওই বিলের বিরোধিতা করেন মাস্ক। ওই বিল পাস হলে সেখানের বাসিন্দাদের দুর্ভোগ বাড়বে এবং আমেরিকার দেনার পরিমাণও বৃদ্ধি পাবে বলে দাবি তাঁর। মাস্ক সরে আসেন ট্রাম্পের প্রশাসন থেকে। তবে নিজের অবস্থান বদল করেননি মার্কিন প্রেসিডেন্ট। ওই বিল সেখানকার সেনেটে পাস করাতে বদ্ধ পরিকর তিনি।
এক্স-এ একটি পোস্ট করে নতুন দল গঠন করার বিষয়ে ঘোষণা করেন ইলন মাস্ক। দলের নাম কী হবে তাও জানিয়েছেন তিনি। ওই পোস্টে ইলন লেখেন, ‘যদি এই পাগলাটে খরচের বিলটি পাস হয়, তাহলে পরের দিনই আমেরিকা পার্টি গঠিত হবে।’
কী কারণে তিনি নতুন গঠন করতে চলেছেন তাও জানিয়েছেন মাস্ক। ট্রাম্প যে বিলকে ‘একটি বিশাল সুন্দর বিল’ বলে উল্লেখ করেন তার ফের তীব্র সমালোচনা করেন তিনি। ট্রাম্প যা চাইছেন তা আসলে ‘পাগলাটে খরচের বিল’। এর ফলে সেখানকার ঋণের সীমা রেকর্ড পরিমাণ বৃদ্ধি পাবে। এই পরিমাণ পাঁচ ট্রিলিয়ন ডলার বৃদ্ধি বলেও জানিয়েছেন মাস্ক। আমেরিকা এক দেশ এক পার্টির দেশ এবং সেই দলকে ‘পোর্কি পিগ পার্টি!’ বলেও উল্লেখ করেন টেসলা প্রধান। তিনি বলেন, ‘এই কারণেই সময় এসেছে এমন একটি নতুন রাজনৈতিক দলের জন্য যারা আসলে জনগণের কথা চিন্তা করে।’ তাঁর মতে, তাঁদের দেশে ডেমোক্র্যাট-রিপাবলিকানের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ বিকল্প দলের প্রয়োজন।
যদিও কিছুদিন আগেই মনে করা হয়েছিল দুই পরম বন্ধুর মধ্যে দূরত্ব কমছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছিলেন ধনকুবের ব্যবসায়ী। তিনি বলেছিলেন, 'আমার কিছু পোস্টের জন্য আমি দুঃখিত, কারণ এটা বাড়াবাড়ি হয়ে গিয়েছিল।'