অবশেষে। গাজায় লাগু হল যুদ্ধবিরতি। ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দফতর থেকে এক এক্স পোস্টে গাজায় যুদ্ধবিরতির কথা উল্লেখ করা হয়েছে। নেতানিয়াহুর কার্যালয় বলছে, হামাস যুদ্ধবন্দীদের তালিকা হস্তান্তর করতে দেরি করায় ৩ ঘণ্টা বেশি সময় লেগেছে। নয় তো আরও দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করা যেত।
প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক এক্স পোস্টে বলেছেন, 'ইজরায়েল যুদ্ধবন্দীদের তালিকা পেয়েছে। সেটা খতিয়ে দেখা হচ্ছে।'
ইজরায়েল ও হামাসের মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে তুমুল যুদ্ধ চলছে। এই যুদ্ধবিরতি চুক্তির ফলে আপাতত শান্তি ফিরবে বলে আশা করছেন অনেকে। তবে এতদিনের অশান্তি... একবারেই যুদ্ধ থেমে যাবে, এমনটা নাও হতে পারে। ফলে ধাপে ধাপে, পর্যায়ক্রমে বাস্তবায়ন করতে হবে।
চুক্তি অনুযায়ী, প্রথম পর্ব হবে ৪২ দিনের। এই সময়ের মধ্যেই হামাসকে যুদ্ধবন্দীদের মুক্তি দিতে হবে। প্রায় ৩৩ জন ইজরায়েলি নাগরিক বর্তমানে হামাসের হাতে বন্দী। এর মধ্যে রবিবার ৩ বন্দীকে মুক্তি দেওয়ার কথা। তাদের নামও ইজরায়েলের হাতে তুলে দিয়েছে হামাস।
যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তিন ঘণ্টা দেরিতে
রবিবার সকাল সাড়ে ৮টা থেকে ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হওয়ার কথা ছিল। ইজরায়েলের সংবাদমাধ্যমের মতে, হামাস যুদ্ধবন্দীদের তালিকা দিতে দেরি করেছিল। বেলা ১১টা ১৫ মিনিট থেকে এটা কার্যকর হয়। প্রথম দিনই ৩ মহিলা যুদ্ধবন্দীকে মুক্তি দেওয়া হবে। এর আগে, ইজরায়েলের সেনাবাহিনী গাজায় শেষ বোমা হামলা চালিয়েছিল। সেই সময় ইজরায়েল দাবি করেছিল যে হামাসের একাধিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে।
৭ অক্টোবর হামাস ইজরায়েলিদের বন্দী করে
গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই নেতানিয়াহু সরকারের তিন জোটসঙ্গী দল মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। উগ্রবাদী ডানপন্থী দল ওটজমা ইহুদিত পার্টির সদস্য ছিলেন। দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের দল আর সরকারের সঙ্গে জোটে থাকবে না। এই দলেরই নেতা ইতামার বেন গভির নেতানিয়াহু সরকারের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ছিলেন। তাঁর মতে, যুদ্ধবিরতিতে রাজি হয়ে ইজরায়েল হামাসের কাছে আত্মসমর্পণ করেছে। বেন জিভির কথায়, 'ইজরায়েলের যে আসল লক্ষ্য, তা পূরণ হয়নি। ইজরায়েলের আসল উদ্দেশ্য হামাসকে ধ্বংস করা। সেটা না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির সিদ্ধান্ত সঠিক নয়।'