বিশ্বের শান্ত দেশের তালিকায় ভারতের বহু পরে পাকিস্তান, বাংলাদেশ; তালিকার শেষে কে জানেন?

এই নিয়ে লাগাতার ১৮ বার বিশ্বের সবচেয়ে শান্ত দেশ হল আইসল্যান্ড। ভারত এই তালিকায় অনেকটাই তলানিতে ঠেকেছে। গ্লোবাল পিস ইনডেক্সে ভারতের স্থান কত? তবে অবাক করে দেবে তালিকায় থাকা শেষ দেশটির নাম।

Advertisement
বিশ্বের শান্ত দেশের তালিকায় ভারতের বহু পরে পাকিস্তান, বাংলাদেশ; তালিকার শেষে কে জানেন?প্রতীকী ছবি
হাইলাইটস
  • বিশ্বের সবচেয়ে শান্ত দেশ আইসল্যান্ড
  • ভারত কত নম্বরে?
  • সবচেয়ে অশান্ত দেশই বা কোনটি?

বিশ্ব যখন অশান্ত, ভারতে তখন কতটা শান্তি বজায় রয়েছে? গ্লোবাল পিস ইনডেক্সের রিপোর্টে মিলল না সন্তোষজনক উত্তর। প্রতি বছরের মতো এবারও ইনস্টিটিউট ফর ইকনমিক্স অ্যান্ড পিস বিশ্বের শান্ত এবং অশান্ত তম দেশগুলির একটি তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় কোন দেশ কত নম্বরে রয়েছে?

মূলত শক্তিশালী সরকার, সামাজিক বিশ্বাসযোগ্যতা এবং সমস্ত সম্প্রদায়ের মধ্যে ন্যায়বোধ সুরক্ষিত এবং শান্তির পরিবেশ তৈরি করে কোনও দেশের নাগরিকদের জন্য। এই প্যারামিটারের উপর নির্ভর করেই ইনস্টিটিউট ফর ইকনমিক্স অ্যান্ড পিস এই রিপোর্ট প্রকাশ করে। 

কোন দেশে শান্তি সবচেয়ে বেশি?
ফের একবার বিশ্বের সবচেয়ে শান্ত দেশের তকমা ছিনিয়ে নিয়েছে আইসল্যান্ড। গত ১৮ বছর ধরে প্রথম স্থান অধিকার করছে এই দেশ। এছাড়াও আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড এবং সুইৎজারল্যান্ডেও রয়েছে স্থিতাবস্থা, সৌভ্রাতৃত্ব এবং সুষম নীতি। তাৎপর্যপূর্ণ ভাবে গ্লোবাল পিস ইনডেক্সের প্রথম ১০টি দেশের মধ্যে রয়েছে এশিয়ার কেবলমাত্র একটিই দেশ, সিঙ্গাপুর। 

কত নম্বরে ভারত?
গ্লোবাল পিস ইনডেক্সের তালিকায় ভারতের স্থান অনেকটাই তলানিতে এসে ঠেকেছে। ২০২৫ সালে ভারতের ব়্যাঙ্ক ১১৫। আঞ্চলিক সংঘর্ষ, শহরের ক্রাইম এবং অভ্যন্তরীণ বিবাদ দেশে অব্যাহত। এতে শান্ত দেশের গুণাবলীর প্যারামিটারে অনেকটাই নেমে গিয়েছে ভারত। প্রাণবন্ত সংস্কৃতি, বহুত্ববাদ ভারতে প্রশংসনীয় হলেও শান্ত দেশ হওয়ার গুণাগুণ এখনও আয়ত্ত করতে পারেনি ভারত। তবে আগের বারের তুলনায় এবারের ব়্যাঙ্কিংয়ের কোনও পরিবর্তন হয়নি। 

তবে বাংলাদেশ এবং পাকিস্তান ভারতের থেকেও খারাপ পরিস্থিতিতে রয়েছে। এই তালিকায় বাংলাদেশ রয়েছে ১২৩ নম্বরে, যা গতবারের থেকে ৩৩ ধাপ নীচে। পাকিস্তান রয়েছে ১৪৪ নম্বরে, যা গতবারের থেকে ৪ ধাপ নীচে। 

গ্লোবাল পিস ইনডেক্সের তালিকা
১- আইসল্যান্ড
২- আয়ারল্যান্ড
৩- নিউজিল্যান্ড
৪- অস্ট্রিয়া
৫- সুইৎজারল্যান্ড
৬- সিঙ্গাপুর
৭- পর্তুগাল
৮- ডেনমার্ক
৯- স্লোভেনিয়া
১০- ফিনল্যান্ড

২০ নম্বরে রয়েছে জার্মানি, ২১-এ ভুটান। ব্রিটেন এই ইনডেক্সে ২ ধাপ উঠে এসেছে ৩০ নম্বরে। ৮ ধাপ উঠে ৭৬ নম্বরে রয়েছে ভারতের আর এক প্রতিবেশী দেশ নেপাল। ভারতের চেয়ে বেশ নীচে আমেরিকা। স্থান ১২৮ নম্বরে। পাকিস্তানের পর ১৪৫ নম্বরে রয়েছে যুদ্ধ বিধ্বস্ত প্যালেস্তাইন। আর ইজরায়েল রয়েছে ১৫৫ নম্বরে। আফগানিস্তানের স্থান ১৫৮। অশান্ত দেশের তালিকায় সবচেয়ে নীচে রয়েছে রাশিয়া। 

Advertisement

নিরাপত্তার দিক থেকে ৫ সবচেয়ে শান্ত ও অশান্ত দেশ

শান্ত
১- আইসল্যান্ড
২- নরওয়ে
৩- ফিনল্যান্ড
৪- জাপান
৫- সিঙ্গাপুর

অশান্ত
১- আফগানিস্তান
২- ইয়েমেন
৩- দক্ষিণ সুদান
৪- কঙ্গো
৫- সুদান

 

POST A COMMENT
Advertisement