হিন্দুদর প্রতিবাদ (ফাইল ছবি) এবার আমেরিকায় জোট বাঁধছে সেখানে বসবাসকারী হিন্দুরা। পথে নামছে তারা। আমেরিকার প্রায় সব জায়গা থেকে হাজার হাজার হিন্দুর সমবেত হওয়ার কথা সেই মিছিলে। আগামী ৩১ জানুয়ারি আমেরিকাজুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশের একাধিক হিন্দু সম্প্রদায়।
বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার কমছে না। একের পর এক হিন্দু যুবককে খুন করছে মৌলবাদীরা। তার প্রতিবাদ জানিয়েছে ভারত। এমনকী এই দেশের একাধিক জায়গায় বিক্ষোভ প্রতিবাদ সংগঠিত হয়েছে। এবার তা দেখা যাবে আমেরিকায়।
সম্প্রতি আমেরিকার হিন্দু সংগঠনগুলোর তরফে সোশ্যাল মিডিয়ায় সেই মিছিলের পোস্টার প্রকাশিত করা হয়েছে। তা থেকে জানা যায়, বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি যেভাবে অত্যাচার চলছে তা গোটা পৃথিবীর সামনে তুলে ধরার জন্য মিছিল করবে হিন্দুরা। সবাইকে সেই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আমেরিকার নিউ ইয়র্ক, ওয়াশিংটন, শিকাগো, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, সিয়াটল, ডালাস, হিউস্টন, আটলান্টা, বোস্টন, ডেট্রয়েট, ফিনিক্স, ডেনভার, মিয়ামি, ফিলাডেলফিয়া, নিউ জার্সি-সহ আরও অনেক শহরে এই জমায়েত করা হবে।
২০২৪ সালের অগাস্ট মাস থেকে বাংলাদেশের শাসন ব্যবস্থা রয়েছে মহম্মদ ইউনূসের অন্তর্বতীকালীন সরকারের হাতে। সেই থেকে সেদেশে বসবাসকারী হিন্দুদের উপর অত্য়াচার বেড়ে চলেছে। ফেব্রুয়ারিতে সেই দেশে সাধারণ নির্বাচন, তার আগে সংখ্যালঘুদের একের পর এক মৃত্যুর খবরও সামনে আসছে। সেই দেশের সরকার মুখে গণতন্ত্র বা সর্ব ধর্মের সমান অধিকারের কথা বললেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। আমেরিকার মিছিল থেকে তা নিয়ে ইউনূস সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে।
সম্প্রতি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভয় ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে। গত ৩০ দিনের মধ্যে দীপু দাস, খোকন দাস, রানা প্রতাপ বৈরাগী, মণি চক্রবর্তী এবং মিঠুন সরকার, জয় মহাপাত্ররা খুন হয়েছেন। শুধুমাত্র ডিসেম্বর মাসেই কমপক্ষে ৫১টি সাম্প্রদায়িক ঘটনা নথিবদ্ধ হয়েছে। এর মধ্যে রয়েছে খুন, চুরি-ডাকাতি ও মন্দির-বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা।