ভারত দু দশক আগে যা ছিল, বর্তমানে অনেক দূর এগিয়ে গিয়েছে। India Today-কে এক্সক্লুসিভ সাক্ষাত্কারে এমনই মত বিখ্যাত ইতিহাসবিদ ও অর্থনীতিবিদ নিয়াল ফার্গুসন।
ইন্ডিয়া টুডে গোষ্ঠীর ভাইস চেয়ারপার্সন ও ম্যানেজিং এডিটর কলি পুরী ও আজতক ও ইন্ডিয়া টুডে-র নিউজ ডিরেক্টর রাহুল কাঁওয়ালকে দেওয়া সাক্ষাত্কারে ফার্গুসন বললেন, '২০০৮ সালে আমরা ভারতকে বলতাম কচ্ছপ। কিন্তু ২০২৪ সালে আমরা চিনের আর্থিক মন্দা, মূল্যবৃদ্ধি ও ভারতীয় অর্থনীতির মিরাকল নিয়ে আলোচনা করছি। ২০ বছর আগের ভারতের পরিবর্তে নতুন ভারত এসে গিয়েছে। অত্যন্ত গতিশীল।'
কোটি কোটি ভারতবাসীর জীবনযাপনের মানে আমূল পরিবর্তন
ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামিটের ফাঁকে এক্সক্লুসিভ ইন্টারভিউতে ফার্গুসন বললেন, 'লক্ষ লক্ষ ভারতীয়ের জীবনযাপনের মান আমূল পরিবর্তন হয়েছে। অবশ্যই ভারত এখন জিওপলিটিক্যাল প্লেয়ার। ভারতকে এখন দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে এগোচ্ছে, এটা দ্বিতীয় ঠান্ডা যুদ্ধে খুবই তাত্পর্যপূর্ণ। বিশ্বশক্তির ভারসাম্যে এই যে পরিবর্তন, এটা শুধু অর্থনৈতিক ভাবে নয়, রাজনৈতিক ভাবেও ভীষণ গুরুত্বপূর্ণ।'
আমেরিকার সঙ্গে ভারত সম্পর্ক তাত্পর্যপূর্ণ
ভারত-মার্কিন সম্পর্ক নিয়ে বিখ্যাত অর্থনীতিবিদ ও ইতিহাসবিদ ফার্গুসন বলছেন, 'ভারতের চিনের দ্বন্দ্ব সীমান্ত নিয়ে। এহেন পরিস্থিতিতে যা-ই ঘটুক, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের পাশেই দাঁড়াবে। BRICS সামিটে নরেন্দ্র মোদী অত্যন্ত উত্সাহী অংশগ্রহণকারী নেতা ছিলেন। নরেন্দ্র মোদী জানেন, ভারতের কাছে কিছু অপশন রয়েছে, তাই আমেরিকার বৈদেশিক নীতির কাছে নিঃশর্ত ভাবে সব মেনে নেওয়ার দরকার নেই।'
ট্রাম্প ক্ষমতায় এলে জেলেনস্কির চাপ আছে
মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রসঙ্গে তিনি বললেন, যদি ডোনাল্ড ট্রাম্প জিতে যান, তাহলে ইউক্রেনের কাছে তা সুখবর হবে না। কারণ ট্রাম্প ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কিকে পছন্দ করেন না। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সখ্য আমরা সবাই দেখেছি। তাঁর কথায়, 'আমরা দুজন প্রেসিডেন্টকে দেখলাম, ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। ২০২৪ সালে যিনি-ই প্রেসিডেন্ট হন, একই সমস্যা ঝেলতে হবে। ইউক্রেন, ইজরায়েল বা তাইওয়ান ইস্যু থেকে দূরে থাকতে পারবেন না।'