Imran Khan Update: জীবিত ইমরানকে নিয়ে কেন মৃত্যুর গুজব জিইয়ে রাখা হল? জানা গেল কারণ

জীবিত রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাক ক্রিকেটার ইমরান খান। সুস্থও আছেন। প্রায় চার সপ্তাহ ধরে গুজব ছড়ানো হয় জেলে মারা গেছেন ইমরান। মঙ্গলবার সন্ধেয় তাঁর জীবিত থাকার খবর আসে। জেলে সুস্থই আছেন তিনি।

Advertisement
জীবিত ইমরানকে নিয়ে কেন মৃত্যুর গুজব জিইয়ে রাখা হল? জানা গেল কারণইমরান খান

Imran Khan Adiala Jail Update: জীবিত রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাক ক্রিকেটার ইমরান খান। সুস্থও আছেন। প্রায় চার সপ্তাহ ধরে গুজব ছড়ানো হয় জেলে মারা গেছেন ইমরান। মঙ্গলবার সন্ধেয় তাঁর জীবিত থাকার খবর আসে। জেলে সুস্থই আছেন তিনি। ইমরান খানের বোন উজমা খান খবরটি জানিয়েছেন। মঙ্গলবার সন্ধেয় ইমরানের বোনদের আবেদনের শুনানির পর, ইসলামাবাদ হাইকোর্ট তিন বোনের একজন উজমাকে আদিয়ালা জেলে ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি দেয়।

এই বৈঠকে গত চার সপ্তাহ ধরে ইমরান খানকে ঘিরে যে গুজব ছড়িয়ে পড়েছিল, তার অবসান ঘটেছে। কিন্তু প্রশ্ন থেকে যায়: কেন পাকিস্তান সরকার এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনির চার সপ্তাহ ধরে এই গুজবকে উস্কে দিয়েছিলেন? 

৪ এপ্রিল, ১৯৭৯, রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল
কেন্দ্রীয় কারাগার, বা আদিয়ালা জেল, রাওয়ালপিন্ডিতে অবস্থিত। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টোকে সেখানেই ফাঁসি দেওয়া হয়েছিল। এরপর পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল জিয়া-উল-হক ভুট্টো সরকারকে উৎখাত করে তাঁকে জেলবন্দি করেন। পরে একই জেলে একটি খুনের অভিযোগে ভুট্টোকে ফাঁসি দেওয়া হয়।

৪৬ বছর পর, আদিয়ালা জেল খবরের শিরোনামে
রাওয়ালপিন্ডির এই আদিয়ালা জেল বর্তমানে কেবল পাকিস্তানেই নয়, সারা বিশ্বে শিরোনামে রয়েছে। কারণ হল, আবারও পাকিস্তানের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, অর্থাৎ প্রধানমন্ত্রী ইমরান খান, গত ২ বছর ৪ মাস ধরে এই জেলে বন্দি। কিন্তু গত চার সপ্তাহ ধরে জেল থেকে ইমরান খানের কোনও খবর আসেনি। এমনকি ইমরান খানের ছেলে কাসিম খান নিজেও বলেছেন, তাঁর বাবা ইমরান খানের বেঁচে থাকার কোনও প্রমাণ নেই। যদি কোনও প্রমাণ থাকে তবে তা পাকিস্তান সরকার এবং সেনাবাহিনীকে দেওয়া উচিত।

গত চার সপ্তাহ ধরে ইমরান খানকে নিয়ে যে আলোচনা এবং গুজব ছড়িয়ে পড়েছে, এই পরিপ্রেক্ষিতে, তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ অর্থাৎ পিটিআই, তার পরিবার এবং তার সমর্থকরা চিন্তিত যে ইমরান খানের সাথে জুলফিকার আলী ভুট্টোর গল্পের পুনরাবৃত্তি হয়েছে? আর এই সত্যটি জানার জন্যই, ইমরান খানের পরিবার এবং পিটিআই সমর্থকরা রাস্তায় নামে।

Advertisement

ইমরান বনাম আসিম মুনির
পাকিস্তান থেকে পাওয়া খবর অনুযায়ী, আসিম মুনিরই ইমরান খানকে জেলে কাউকে দেখা করতে সুযোগ না দেওয়ার নির্দেশ দিয়েছেন। আসলে, ইমরান খান এবং আসিম মুনিরের মধ্যে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। ইমরান খান যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, তখন তার মেয়াদের মাত্র কয়েক দিনের মধ্যেই পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর প্রধানের পদ থেকে আসিম মুনিরকে সরিয়ে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, আসিম মুনির আরও অভিযোগ করেছেন, ইমরান খানই তাঁকে পাকিস্তানি সেনাবাহিনীর প্রধান হতে দেননি। তবে, এই প্রথম নয়, এর আগেও এ বছরের মে মাসের শুরুতে, আদিয়ালা জেল থেকে ইমরানকে হত্যার খবর এসেছিল।

POST A COMMENT
Advertisement