
আজ, মঙ্গলবার সন্ধেয় ইমরান খানের বোন উজমা খানকে আদিয়ালা কারাগারে ভাইয়ের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়। এর আগে, তাঁর দলের সদস্যরা রাওয়ালপিন্ডি জুড়ে বিশাল বিক্ষোভের হুমকি দিয়েছিল। জিও নিউজের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) হেফাজতে ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় উজমাকে জেলে দেখা করার অনুমতি দেওয়া হয়।
সাক্ষাতের পর উজমা জানান, ইমরানকে নিঃসঙ্গ কারাগারে রাখা হয়েছে এবং মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। তবে তিনি মৃত্যুর গুজবকে অস্বীকার করে বলেন, তাঁর স্বাস্থ্য ভালো আছে।
উজমা বলেন, 'আমরা কোনও শর্ত মেনে চলি না। আমি অবশেষে তাঁর সঙ্গে দেখা করতে পেরেছি।' এর আগে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ইমরানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ বাধাপ্রাপ্ত হচ্ছিল।
দুই বছরেরও বেশি সময় ধরে দুর্নীতি ও সন্ত্রাসবাদের মামলায় কারাবন্দী থাকা ইমরানের সুস্থতার বিষয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছিল। আদিয়ালা কারাগারের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছিল এবং সেখানে দাঙ্গা-বিরোধী সরঞ্জামে সজ্জিত ৭০০ জনেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়।
পরিবারের দাবি, ইমরানকে 'মৃত্যু কক্ষে' রাখা হয়েছিল। এবং তাঁর অবস্থার বিষয়ে তথ্য গোপন করা হচ্ছিল। তবে জেল কর্তৃপক্ষ জানিয়েছে, ইমরান সুস্থ আছেন এবং সম্পূর্ণ চিকিৎসা সেবা পাচ্ছেন।