Indo-US Trade Data : চিনকে পিছনে ফেলে আমেরিকার এক নম্বর 'বন্ধু' ভারত

বাণিজ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২১-২২ সালে ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়ে হয়েছে ১১৯.৪২ বিলিয়ন। ২০২০-২১ সালে সেটি ছিল ৮০.৫১ বিলিয়ন। তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি ২০২১-২২ সালে বেড়ে হয়েছে ৭৬.১১ বিলিয়ন, যা আগের আর্থিক বছরে ছিল ৫১.৬২ বিলিয়ন। একইসঙ্গে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতের আমদানি বেড়ে হয়েছে ৪৩.৩১ বিলিয়ন, যা গত অর্থবর্ষে ছিল ২৯ বিলিয়ন। 

Advertisement
চিনকে পিছনে ফেলে আমেরিকার এক নম্বর 'বন্ধু' ভারতনরেন্দ্র মোদী ও জো বাইডেন (বামদিক থেকে)
হাইলাইটস
  • ভারত-আমেরিকা বাণিজ্য বেড়েছে
  • পিছিয়ে পড়েছে চিন
  • জানুন সম্পূর্ণ পরিসংখ্যান

নয়া অধ্যায় রচনা করছে ভারত ও আমেরিকার বন্ধুত্ব। বর্তমানে চিনের চেয়ে ভারতকে বেশি প্রাধান্য দিচ্ছে আমেরিকা। বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে উভয় দেশ একে অপরের মজবুত অংশীদার হয়ে উঠছে। গত অর্থবছরে আমেরিকা চীনের চেয়ে ভারতের সঙ্গে বেশি ব্যবসা করেছে। অর্থাৎ ভারত ও আমেরিকার সম্পর্ক আরও গভীর হয়েছে বলেই মনে করা হচ্ছে। 

গত আর্থিক বছরে ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক অংশীদার হয়ে উঠেছিল আমেরিকা। শুধু তাই নয়, ভারতের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে চিনকেও ছাড়িয়ে গিয়েছে আমেরিকা। 

ভারত-আমেরিকার মধ্যে ব্যবসায়িক পরিসংখ্যান
বাণিজ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২১-২২ সালে ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়ে হয়েছে ১১৯.৪২ বিলিয়ন। ২০২০-২১ সালে সেটি ছিল ৮০.৫১ বিলিয়ন।

তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি ২০২১-২২ সালে বেড়ে হয়েছে ৭৬.১১ বিলিয়ন, যা আগের আর্থিক বছরে ছিল ৫১.৬২ বিলিয়ন। একইসঙ্গে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতের আমদানি বেড়ে হয়েছে ৪৩.৩১ বিলিয়ন, যা গত অর্থবর্ষে ছিল ২৯ বিলিয়ন। 

ভারত-চিন বাণিজ্য
এদিকে ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ২০২১-২২ অর্থবর্ষে ছিল ১১৫.৪২ বিলিয়ন, যা ২০২০-২১ অর্থবর্ষে ছিল ৮৬.৪ বিলিয়ন। বাণিজ্য ক্ষেত্রের বিশেষজ্ঞরা মনে কছেন, আমেরিকার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য আগামিদিনে আরও বাড়বে, যা দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুতও করবে।  

ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের (এফআইইও) সহ-সভাপতি খালিদ খান বলেন, ভারত একটি নির্ভরযোগ্য বাণিজ্যিক অংশীদার হয়ে উঠছে এবং বিশ্বব্যাপী সংস্থাগুলি চীনের উপর তাদের নির্ভরতা কমাচ্ছে। তিনি আরও বলেন, 'আগামী বছরগুলোতে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়বে। ভারত যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক (IPEF) উদ্যোগে যোগ দিয়েছে। এতে অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত হবে।'

সংবাদ সংস্থা পিটিআই- তথ্য় অনুয়াযী, বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যান্টেশন ম্যানেজমেন্টের (IIPM) ডিরেক্টর রাকেশ মোহন জোশি বলেছেন, ভারত হল বিশ্বের তৃতীয় বৃহত্তম উপভোক্তা বাজার যেখানকার জনসংখ্যা ১.৩৯ বিলিয়ন৷ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের কোম্পানিগুলির মধ্যে প্রযুক্তিগত লেনদেন, উৎপাদন, বাণিজ্য এবং বিনিয়োগের প্রচুর সুযোগ রয়েছে। 

Advertisement

তিনি আরও বলেন, ভারত থেকে মূলত পেট্রোলিয়াম পণ্য, পালিশ করা হিরে, ফার্মা পণ্য, গহনা, হালকা তেল ইত্যাদি আমেরিকায় রফতানি হয়। আর ভারত আমেরিকা থেকে পেট্রোলিয়াম পণ্য, তরল প্রাকৃতিক গ্যাস, সোনা, কয়লা এবং বাদাম আমদানি করে। যে কয়েকটি দেশের সঙ্গে ভারতের বাণিজ্য বেড়েছে তার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য বেড়েছে ৩২.৮ মিলিয়ন। 

 

POST A COMMENT
Advertisement