Custom duty on Bourbon whisky: আমেরিকার বারবন হুইস্কির(Bourbon whisky) ওপর আমদানি শুল্ক ১৫০% থেকে কমিয়ে ১০০% করল ভারত। সান্টোরির জিম বিমের মতো ব্র্যান্ডের আমদানিতে এতে সুবিধা হবে। অতি সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের শুল্কনীতিকে 'অন্যায্য' বলে সমালোচনা করেছিলেন। তার পরপরই মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার পরেই এই শুল্ক হ্রাসের সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ।
চলতি সপ্তাহে হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ভারতে মার্কিন সংস্থাগুলির ব্যবসায়ে আরও সুবিধা দেওয়ার আর্জি জানান।
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি ভারত সরকার এই শুল্কের বিষয়ে বিজ্ঞপ্তি দেয়। তাতে বলা হয়েছে, বারবন হুইস্কির কাস্টমস (শুল্ক) হবে ৫০% এবং অতিরিক্ত শুল্কও ৫০%। ফলে মোট শুল্ক ১০০%।
অন্যান্য বিদেশি মদের ক্ষেত্রে শুল্ক আগের মতোই ১৫০% থাকছে।
PwC ইন্ডিয়ার পার্টনার প্রতীক জৈন জানালেন, এর ফলে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্র্যান্ড লাভবান হবে। তাছাড়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপের জন্য় ভারত যে নেগোশিয়েশনেও আগ্রহী, তারও প্রমাণ মিলবে এই পদক্ষেপে।
ভারতের মদ বাজার ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের। তার মধ্যে একটি বড় অংশ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্র্যান্ডের দামী মদের। সেই মদের উপর থেকে শুল্ক কমানোয় সংস্থাগুলি লাভবান হবে।
ব্রিউয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল বিনোদ গিরি বলেন, 'বারবনের উপর শুল্ক কমানোটা আসলে প্রতীকী অর্থে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। এর মাধ্যমে ভারত আমেরিকাকে এই বার্তাই দিচ্ছে যে তারা বাণিজ্যিকভাবে সহযোগিতা করতে আগ্রহী।'
তিনি আরও বলেন, 'বিশ্ব অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে ভারতকে তাদের আমদানি শুল্ক নীতি নিয়ে নতুন করে ভাবতে হবে। অন্যান্য শুল্কের তুলনায় অ্যালকোহলের উপর শুল্ক অনেকটাই বেশি ছিল, এখন সেটা ধীরে ধীরে পাল্টাচ্ছে।'