নিজের দেশে নিজেই হামলা চালিয়েছে পাকিস্তান। খাইবার পাখতুনখওয়াতে পাকিস্তানের বায়ুসেনার বোমা হামলায় ৩০ জন পাক নাহরিকের মৃত্যুর ঘটনায় ইসলামাবাদের তীব্র নিন্দা করল ভারত। মঙ্গলবার রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কমিশনের বৈঠকে ভারতের প্রতিনিধি ক্ষিতিজ ত্যাগী পাকিস্তানের তুলোধনা করেন। তিনি বলেন, 'ভারতের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে পাকিস্তান নিজের দেশের জনগণকেই হত্যা করেছে।'
সম্প্রতি পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশে পাকিস্তানি বায়ুসেনার বোমা হামলার খবর সামনে এসেছিল। রবিবার রাত ২টো নাগাদ খাইবার পাখতুনখওয়া প্রদেশে তিরা উপত্যকার মাত্রে দারা গ্রামে বোমা ফেলে পাকিস্তানি বায়ুসেনা। ঘটনায় ৩০ জন নিহত হন। তাঁদের অধিকাংশ শিশু ও মহিলা। পাকিস্তানের দাবি ছিল, সন্ত্রাসবাদী কার্যকলাপ থামানোর জন্যই এই অভিযান চালানো হয়। আফিগানিস্তান সীমান্তের এই গ্রামে বিগত কয়েক মাসে একাধিকবার জঙ্গি হামলা হয়েছে। পাখতুনখোয়া পুলিশের দাবি, এ বছর জানুয়ারি থেকে আগস্ট অবধি মোট ৬০৫টি জঙ্গিহামলায় মৃত্যু হয়েছে অন্তত ১৩৮ জনের। প্রাণ হারিয়েছেন ৮০ জন পুলিশ আধিকারিক।
মঙ্গলবার রাষ্ট্রপুসঙ্ঘের বৈঠকে অ্যাজেন্ডা-৪ নিয়ে কথা বলার সময়েই এই ইস্যু নিয়ে পাকিস্তানের সমালোচনা করেন ভারতীয় বিদেশ মন্ত্রকের আধিকারিক ক্ষিতিজ। তিনি বলেন, 'পাকিস্তানের এই হামলা ভিত্তিহীন এবং অপ্রয়োজনীয়। ভারতের উপরে মিথ্যা দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে পাকিস্তান।' তিনি বলেন, 'পাকিস্তানের উচিত ভারতের জমি জোর করে দখল না করে তা খালি করে দেওয়া। সন্ত্রাসবাদীদের মদত দেওয়া, তাদের আশ্রয় দেওয়া এবং নিজের দেশের নাগরিকদের হত্যার পরে এ বার দেশের অর্থনীতির দিকে নজর দেওয়টা উচিত পাকিস্তানের। দেশের মানুষের সামগ্রিক অবস্থার উন্নতির ব্যবস্থা করাই ইসলামাবাদের পক্ষে মঙ্গলজনক হবে।'