Pakistan: আমেরিকায় শশী থারুর, সৌদি আরবে ওয়াইসি... বিশ্বের কাছে পাকিস্তানের মুখোশ খুলবে এই সাত MP-র টিম

পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত 'অপারেশন সিঁদুরে'র মাধ্যমে পাকিস্তানকে চরম বার্তা দিয়েছে। এবার সেই বার্তা পৌঁছে যাবে বিশ্ব মঞ্চেও। পাকিস্তানের মিথ্যা ও সন্ত্রাসের কারখানা যে কতটা ভয়ঙ্কর, তা বিশ্বের সামনে তুলে ধরতে তৈরি হয়েছে ৭টি সাংসদীয় প্রতিনিধি দল। এই দলগুলির নেতৃত্ব দেবেন দেশের সাত জন বিশিষ্ট সাংসদ।

Advertisement
আমেরিকায় শশী থারুর, সৌদি আরবে ওয়াইসি... বিশ্বের কাছে পাকিস্তানের মুখোশ খুলবে এই সাত MP-র টিম
হাইলাইটস
  • পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত 'অপারেশন সিঁদুরে'র মাধ্যমে পাকিস্তানকে চরম বার্তা দিয়েছে।
  • এবার সেই বার্তা পৌঁছে যাবে বিশ্ব মঞ্চেও।
  • তৈরি হয়েছে ৭টি সাংসদীয় প্রতিনিধি দল।

পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত 'অপারেশন সিঁদুরে'র মাধ্যমে পাকিস্তানকে চরম বার্তা দিয়েছে। এবার সেই বার্তা পৌঁছে যাবে বিশ্ব মঞ্চেও। পাকিস্তানের মিথ্যা ও সন্ত্রাসের কারখানা যে কতটা ভয়ঙ্কর, তা বিশ্বের সামনে তুলে ধরতে তৈরি হয়েছে ৭টি সাংসদীয় প্রতিনিধি দল। এই দলগুলির নেতৃত্ব দেবেন দেশের সাত জন বিশিষ্ট সাংসদ।

কাদের নেতৃত্বে কোন ডেলিগেশন?

এই ৭টি প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন -

  • শশি থরুর (কংগ্রেস)

  • রবিশঙ্কর প্রসাদ (বিজেপি)

  • বৈজয়ন্ত পাণ্ডা (বিজেপি)

  • সঞ্জয় কুমার ঝা (জেডিইউ)

  • কনিমোই করুণানিধি (ডিএমকে)

  • সুপ্রিয়া সুডে (এনসিপি, এসপি গোষ্ঠী)

  • শ্রীকান্ত শিন্ডে (শিবসেনা, শিন্ডে গোষ্ঠী)

পাকিস্তানের মুখোশ খুলবেন ভারতীয় সাংসদরা

কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এক্স-এ একটি তালিকা প্রকাশ করে জানিয়েছেন, কোন সাংসদ কোন দেশে যাবেন এবং কারা কারা তাদের সঙ্গী হবেন। তিনি জানান, এই সর্বদলীয় প্রতিনিধি দল বিশ্বের সামনে ভারতের 'জিরো টলারেন্স ফর টেররিজম' নীতিকে তুলে ধরবে। একাধিক রাজনৈতিক দলের নেতা, বিশিষ্ট কূটনীতিকরা থাকবেন এই দলে।

৭টি আলাদা গ্রুপে ভাগ হয়েছে প্রতিনিধি দলগুলো—

Group-1 (সৌদি, কুয়েত, বাহরিন, আলজেরিয়া):
নেতৃত্বে বিজেপির বৈজয়ন্ত পাণ্ডা। দলে আছেন - নিশিকান্ত দুবে, ফঙ্গনোন কোন্যক, রেখা শর্মা, আসাদুদ্দিন ওवैসি, সতনাম সিংহ, গুলাম নবি আজাদ ও হর্ষ শৃঙ্গলা।

Group-2 (ইউরোপের দেশগুলো):
নেতৃত্বে রবিশঙ্কর প্রসাদ। দলে আছেন - দগ্গুবাটি পুরন্দেশ্বরী, প্রিয়াঙ্কা চতুর্বেদী, গুলাম আলি খাটানা, অমর সিংহ, সমিক ভট্টাচার্য, এমজে আকবর ও পঙ্কজ সরণ।

Group-3 (ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া):
নেতৃত্বে জেডিইউ-র সঞ্জয় কুমার ঝা। দলে আছেন - অপরাজিতা শারঙ্গি, ইউসুফ পাঠান, বৃত লাল, জন ব্রিটাস, প্রধান বরুয়া, হেমাং জোশী, সালমান খুরশিদ ও মোহন কুমার।

Group-4 (ইউএই, লাইবেরিয়া, আফ্রিকার দেশ):
নেতৃত্বে শ্রীকান্ত শিন্ডে। দলে আছেন - বাঁসুরি স্বরাজ, ই.টি. মোহাম্মদ বশীর, অতুল গর্গ, সস্মিত পাত্র, মনন মিশ্র, এসএস আহলুয়ালিয়া ও সুজন চিনয়।

Group-5 (আমেরিকা, ব্রাজিল, কলম্বিয়া):
নেতৃত্বে শশি থরুর। দলে আছেন - শাম্ভভি, ড. সরফরাজ আহমেদ, জি.এম. হরিশ, শশাঙ্ক ত্রিপাঠী, ভুবনেশ্বর কলিতা, মিলিন্দ দেবড়া, তরনজিৎ সিংহ, তেজস্বী সূর্য।

Advertisement

Group-6 (রাশিয়া, স্পেন, গ্রিস):
নেতৃত্বে কনিমোই করুণানিধি। দলে আছেন - রাজীব রায়, মিয়া আলতাফ, ক্যাপ্টেন চৌটা, প্রেমচাঁদ গুপ্ত, ড. অশোক মিত্তল, মঞ্জিভ পুরি ও জাভেদ আশরফ।

Group-7 (আফ্রিকা, মিশর, কাতার):
নেতৃত্বে সুপ্রিয়া সুলে। দলে আছেন - রাজীব প্রতাপ রুড়ি, বিক্রমজিৎ সাহনি, মনীশ তিওয়ারি, অনুরাগ ঠাকুর, লাভু শ্রীকৃষ্ণ, আনন্দ শর্মা, ভি. মুরলীধরণ ও সাইয়দ আকবরউদ্দিন।

ভারতের এই পদক্ষেপে আন্তর্জাতিক মহলে পাকিস্তানের সন্ত্রাসবাদ মদতের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন উঠবে বলেই মনে করছেন কূটনৈতিক মহল।

POST A COMMENT
Advertisement