ব্রিটেন সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার মধ্যেই ভারত এবং ব্রিটেন স্বাক্ষর করল মুক্ত বাণিজ্যচুক্তিতে। নিজেই সে কথা ঘোষণা করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল এবং ব্রিটেনের বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ড এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। এর ফলে বছরে ৩ হাজার ৪০০ কোটি ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য হবে। ভারতীয় বাজারে এর মূল্য প্রায় ৩ লক্ষ কোটি টাকা। এতে কী লাভ হবে ভারতের? কোন কোন জিনিসের দাম সস্তা হবে?
কী সুবিধা ভারতের?
> ব্রিটেনে তৈরি বা ব্রিটেন থেকে আমদানি চিকিৎসা সরঞ্জাম, বিমান সরঞ্জাম সস্তা হবে।
> ব্রিটেনে তৈরি সফট ড্রিঙ্ক, চকোলেট, প্রসাধনী, বিস্কুট, গাড়ি, ভেড়া এবং স্যালমন মাছ সহজলভ্য হবে। এই পণ্যগুলিতে এতদিন পর্যন্ত ১৫ শতাংশ করে শুল্ক কার্যকর ছিল। বাণিজ্যচুক্তির ফলে তা কমে দাঁড়াবে ৩ শতাংশে।
> বৈদ্যুতিক গাড়ির শুল্ক ১১০ শতাংশ থেকে কমে দাঁড়াবে ১০ শতাংশ।
> ব্রিটেন থেকে ভারতে হুইস্কি রফতানি সহজ হবে। আমদানি শুল্ক ১৫০ থেকে কমে ৭৫ শতাংশে দাঁঢ়াবে। আগামী ১০ বছরে তা আরও কমে দাঁড়াবে ৪০ শতাংশে।
> ব্রিটেনে ভারতীয়দের বসবাস আরও সহজ হবে। সামাজিক নিরাপত্তা সংক্রান্ত খরচ থেকে ভারতীয়রা ৩ বছরের জন্য অব্যাহতি পাবেন।
> লাভ হবে TCS, INFOSYS, Tech Mahindra, HCL, WIPRO-র মতো সংস্থাগুলি লাভবান হবে।
কী সুবিধা হবে ব্রিটেনের?
> ব্রিটেনের পণ্যে ভারতের শুল্ক কমবে।
> ভারতের বাজারে ব্যবসা করতে গেলে অনুকূল পরিবেশ পাবে ব্রিটেন।
> ২২০০ চাকরি তৈরির সুযোগ করতে পারবে ব্রিটেন।
> ব্রিটেনে কর্মচারীদের রোজগার বাড়বে ২২০ কোটি পাউন্ড।
> জামাকাপড়, জুতো ও খাদ্যসামগ্রীর দাম কমবে।