ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যিক চুক্তি আজ গভীর রাতেই ঘোষণা করা হতে পারে। সরকারি সূত্রে এমনটাই জানা গিয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্যে ভাল চুক্তি হতে পারে বলেই আশা করা হচ্ছে।
অন্য দিকে, দুগ্ধজাত সামগ্রী ও কৃষিজ পণ্যকে এই চুক্তির বাইরে রাখা হতে পারে। আমেরিকার দাবি মেনে ভুট্টা ও কিছু ফলের জন্য বৃহৎ বাজার খুলে দেওয়া হতে পারে।
পিটিআই সূত্রে এর আগে জানা গিয়েছিল, সমস্ত কিছু ঠিক থাকলে ৯ জুলাইয়ের আগেই আমেরিকা এবং ভারতের মধ্যে বাণিজ্য চুক্তির ঘোষণা হয়ে যাবে। গত ফেব্রুয়ারি মাসে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়েছিল। যেখানে এবছর সেপ্টেম্বর-অক্টোবরের আগেই প্রথম ধাপের সমঝোতা সম্পন্ন করার কথা বলা হয়েছিল।
প্রসঙ্গত, গত ২ এপ্রিল ভারতের উৎপাদিত একাধিক বস্তুর উপর পারস্পরিক চুক্তি লাগু করেছিল আমেরিকা। যা পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প ৯০ দিনের জন্য স্থগিত করে দেন। এর পরবর্তী ডেডলাইন ছিল ৯ জুলাই। এখনও কার্যকর আমেরিকার ১০ শতাংশ বেসলাইন ট্যারিফ। ভারত চাইছে আমেরিকা ২৬ শতাংশ পারস্পরিক কর সম্পূর্ণরূপে তুলে নিক। সেক্ষেত্রে যদি দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি বিফল হয় তবে ফের এই ২৬ শতাংশের খাঁড়া নেমে আসতে পারে।ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, বাণিজ্য চুক্তি তখনই কার্যকর হবে, যখন তা দুই দেশের জনগণ লাভবান হবেন। গত ৪ জুলাই তিনি বলেছিলেন, 'জনগণের উপর কী প্রভাব পড়ছে সেই ভাবনাই আমাদের কাছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। সেকথা মাথায় রেখে যদি কোনও চুক্তি হয় তবে ভারত সর্বদাই প্রস্তুত।'