scorecardresearch
 

Trump: আমেরিকা 'চালাবেন' আরও এক ভারতীয় বংশোদ্ভূত, মহিলা আইনজীবীকে বড় দায়িত্ব ট্রাম্পের

ট্রাম্প প্রশাসনে আরও এক ভারতীয়-আমেরিকান। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ভারতীয়-আমেরিকান আইনজীবী হরমীত কে ধিলোঁকে বিচার বিভাগের সিভিল রাইটস দফতরের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত করেন।

Advertisement

ট্রাম্প প্রশাসনে আরও এক ভারতীয়-আমেরিকান। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ভারতীয়-আমেরিকান আইনজীবী হরমীত কে ধিলোঁকে বিচার বিভাগের সিভিল রাইটস দফতরের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত করেন। ট্রাম্প ২.০ প্রশাসনে এই নিয়ে তিনি চার নম্বর ভারতীয় বংশোদ্ভূত সদস্য। এর আগে ডঃ জয় ভট্টাচার্য (ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ), বিবেক রামাস্বামী (ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি) এবং কাশ্যপ ‘কাশ’ প্যাটেল (এফবিআই ডিরেক্টর) মনোনীত হয়েছেন।

হরমীত ধিলোঁর প্রশংসায় ট্রাম্প

ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে ট্রাম্প ধিল্লোঁকে সাহসী আইনজীবী হিসাবে উল্লেখ করেন। সেখানে তাঁর দারুণ প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, ধিল্লোঁ ফ্রি স্পিচের জন্য টেক কোম্পানিগুলির বিরুদ্ধে লড়াই করেছেন, কোভিড-১৯ মহামারির সময় প্রেয়ারে বাধা পাওয়া খ্রিস্টানদের আইনি সহায়তা করেছেন এবং কর্মীদের প্রতি বৈষম্যমূলক নীতির জন্য কোম্পানিগুলির বিরুদ্ধে মামলা করেছেন।

ট্রাম্প বলেন, 'হরমীত দেশের শীর্ষস্থানীয় নির্বাচনী আইনজীবীদের একজন। তিনি আমাদের সংবিধান এবং নাগরিক অধিকার রক্ষায় দৃঢ় ভূমিকা পালন করবেন।'

আরও পড়ুন

ধিল্লোঁর প্রতিক্রিয়া

ধিল্লোঁ এই মনোনয়নকে 'অত্যন্ত সম্মানের' বলে উল্লেখ করেন। তিনি ট্রাম্পের নেতৃত্বে অ্যাটর্নি জেনারেল পামের অধীনে একসঙ্গে টিম হিসাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।

তিনি টুইট করেন, 'এই দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত গর্বিত। আমার দেশের সেবা করাটা আমার স্বপ্ন ছিল।'

তিনি আরও বলেন, 'আমার মা, ভাই, প্রয়াত বাবা তেজপাল এবং স্বামী সর্ভ আমাকে সমর্থন না করলে আমি আজ এখানে পৌঁছাতে পারতাম না । আমি তাঁদের সম্মান জানাতে চাই।'

 

হরমীত ধিল্লোঁ কে?

১৯৬৯ সালের ২ এপ্রিল চণ্ডীগড়ে জন্ম। দুই বছর বয়সে পরিবারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি। উত্তর ক্যারোলাইনার একটি গ্রামে শিখ পরিবারে বেড়ে ওঠেন। পরে নিউইয়র্ক সিটিতে চলে যান।

Advertisement

ছোট থেকেই পড়াশোনায় তুখোড়। ডার্টমাউথ কলেজ থেকে ক্লাসিক্যাল স্টাডিজ ও ইংরেজিতে ডিগ্রি অর্জন করেন এবং ভার্জিনিয়া ইউনিভার্সিটি স্কুল অফ ল থেকে জুরিস ডক্টর ডিগ্রি লাভ করেন।

ধিল্লোঁ কর্মজীবন শুরু করেন মার্কিন আপিল আদালতের চতুর্থ সার্কিটের বিচারপতি পল ভি. নিমেয়ারের ল’ ক্লার্ক হিসেবে। এরপর তিনি বিচার বিভাগের সিভিল ডিভিশনের কনস্টিটিউশনাল টর্টস বিভাগে কাজ করেন।

২০০৬ সালে ধিল্লোঁ তার নিজস্ব আইন সংস্থা ‘ধিল্লোঁ ল’ গ্রুপ’ প্রতিষ্ঠা করেন। তিনি বাণিজ্যিক মামলা, কর্মসংস্থান আইন, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অধিকার এবং নির্বাচন আইনসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ।

ট্রাম্পের নির্বাচনী প্রচারেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়েছিলেন।

Advertisement