scorecardresearch
 

Iran Message For Muslims: 'বিশ্বের মুসলমানরা এক হও,' ডাক ইরান-প্রধানের, নাসারল্লাহর মৃত্যুতে গণ-হুঙ্কার!

Iran Message For Muslims: মৃত হিজবুল্লাহ প্রধান হাসান নাসারল্লাহ। তার স্মরণে শুক্রবার তেহরানের প্রধান মসজিদে হল হাজার-হাজার মানুষের জমায়েত। নমাজের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জনগণের উদ্দেশে ভাষণ দেন। আর তাতেই তিনি সারা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Advertisement
আজ নাসারল্লাহ-র স্মরণসভা হল তেহরানে। আজ নাসারল্লাহ-র স্মরণসভা হল তেহরানে।
হাইলাইটস
  • মৃত হিজবুল্লাহ প্রধান হাসান নাসারল্লাহ।
  • শুক্রবার তেহরানের প্রধান মসজিদে হল হাজার-হাজার মানুষের জমায়েত।
  • নমাজের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জনগণের উদ্দেশে ভাষণ দেন।

Iran Message For Muslims: মৃত হিজবুল্লাহ প্রধান হাসান নাসারল্লাহ। তার স্মরণে শুক্রবার তেহরানের প্রধান মসজিদে হল হাজার-হাজার মানুষের জমায়েত। নমাজের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জনগণের উদ্দেশে ভাষণ দেন। আর তাতেই তিনি সারা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ইরানের জনগণকে উদ্দেশ্যে খামেনি বলেন, 'তোমরা আল্লাহর দেখানো পথ থেকে বিচ্যুত হবে না। মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ভালোবাসা নিয়ে বাঁচতে হবে। ইজরায়েলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন, 'ইজরায়েল অবৈধভাবে পাকিস্তানের এলাকা দখল করে রেখেছে।'

খামেনির ভাষণের ১০ মূল বক্তব্য

আরও পড়ুন

১. হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যু আমাদের একটা অপূরণীয় ক্ষতি। ইজরায়েলকে মিসাইল দিয়ে পাল্টা জবাব দিয়েছে ইরান।

২. প্রয়োজনে আমরা আবার ইজরায়েল আক্রমণ করব। হিজবুল্লাহ এবং লেবাননের জনগণ তাদের অধিকারের জন্য লড়ছে।

৩. প্যালেস্তাইন শত্রুদের দখলে। প্যালেস্তাইনের তাদের জমি ফিরিয়ে নেওয়ার অধিকার রয়েছে। ইরান থেকে লেবানন পর্যন্ত সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া উচিত।

৪. ওরা (ইজরায়েল) সকল মুসলমানের শত্রু। ওরা শুধু আমাদেরই শত্রু নয়, প্যালেস্তাইন ও ইয়েমেনেরও শত্রু।

৫. শত্রুদের পরিকল্পনা সফল হতে দেওয়া যাবে না। ওরা মুসলমানদের শত্রুর সংখ্যা বাড়াতে চায়। শত্রুরা তাদের কুরাজনীতি চালিয়ে যেতে চাইছে।

৬. আরবের মুসলমানদেরও ইজরায়েলের বিরুদ্ধে এই যুদ্ধে আমাদের সমর্থন করা উচিত। আমরা লেবাননের জন্য সবকিছু করতে রাজি।

৭. ইজরায়েল লেবানন থেকে বিতাড়িত হয়েছিল। লেবাননের মুসলমানরা তাদের সম্মান রক্ষা করে ইজরাইলের বিরুদ্ধে যুদ্ধ করে।

৮. মুসলমানরা নিপীড়িত হচ্ছে। প্যালেস্তাইনের মুসলমানদের অধিকারের জন্য হামাসও ইজরায়েলের বিরুদ্ধে লড়াই করছে।

৯. প্যালেস্তাইনের মানুষের লড়াই করার অধিকার আছে। তাদের দখল করে রাখতে চায়, এমন যে শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অধিকার রয়েছে।

Advertisement

১০. গত বছরের ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার সিদ্ধান্তটা সঠিক ও ন্যায়সম্মত ছিল। হামলা চালিয়ে ওরা ঠিক কাজটাই করেছে। 

Advertisement