ফের ইজরায়েলের বিরুদ্ধে সরব হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনেই। রবিবার রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকের পর মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলির প্রতি আহ্বান জানালেন তিনি। বললেন, মুসলিম দেশগুলিকে ইজরায়েলের সঙ্গে সমস্ত রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে হবে। তাঁর দাবি, 'ওরা যে ধ্বংসাত্মক অপরাধ চালিয়ে যাচ্ছে, তার মোকাবিলার জন্য এই পদক্ষেপ অনিবার্য।'
খামেনেইর দাবি, বর্তমান পরিস্থিতিতে ইজরায়েলের সঙ্গে বিন্দুমাত্র সহযোগিতা করা যাবে না। মুসলিমদের ইজরায়েলের বিরুদ্ধে একজোট হয়ে কঠোর অবস্থান নেওয়ার আর্জি জানান তিনি। কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে চাপ সৃষ্টি করেই প্যালেস্তাইন ইস্যুতে লড়ার দাবি করেন খামেনেই। এর পাশাপাশি সতর্ক করে দিয়ে বলেন, 'ইজরায়েলের বিরুদ্ধে নীরবতা বা নিষ্ক্রিয় দেখালে, সেটা আসলে ইজরায়েলের অপরাধে পরোক্ষ অংশগ্রহণ করা হচ্ছে বলেই ধরে নেওয়া হবে।'
রবিবারের বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মসুদ পেজেশকিয়ানের চিন সফরের প্রশংসা করেন খামেনেই। তাঁর মতে, এই সফরে ইরানের অর্থনীতি ও কূটনীতিতে সুপ্রভাব পড়বে।
এদিন খামেনেই ইজরায়েলকে 'বিশ্বের সবচেয়ে ঘৃণ্য শাসনব্যবস্থা' বলে তুলোধনা করেন। তাঁর অভিযোগ, 'জায়নিস্ট শাসন নির্লজ্জের মতো একের পর এক ভয়ঙ্কর অপরাধ করে চলেছে। ওদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর দেশের সমর্থন থাকতেই পারে। তবে আমাদের এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।'
তিনি আরও বলেন, 'ইরানের কূটনীতির মূল লক্ষ্য হওয়া উচিত আন্তর্জাতিক মহলকে এটা বোঝানো যে, ইজরায়েলের মতো একটি ‘অপরাধী রাষ্ট্রে’র সঙ্গে সম্পর্ক রাখা চলবে না। তাঁর মতে, মুসলিম দেশগুলির যৌথ উদ্যোগের মাধ্যমেই প্যালেস্তাইনবাসীর পাশে দাঁড়ানো সম্ভব।