Israel Strikes Iran: ইরানের পরমাণু কেন্দ্রে হামলা ইজরায়েলের, হাত নেই জানাল আমেরিকা

ইরানের পরমাণু ঘাঁটির প্রাণকেন্দ্রে হামলা চালাল ইজরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজে এই হামলার কথা ঘোষণা করেছেন। এদিকে, এই হামলার সঙ্গে আমেরিকার কোনও যোগ নেই বলে স্পষ্ট করে জানাল ট্রাম্প প্রশাসন।

Advertisement
 ইরানের পরমাণু কেন্দ্রে হামলা ইজরায়েলের, হাত নেই জানাল আমেরিকা
হাইলাইটস
  • ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা চালাল ইজরায়েল
  • বেঞ্জামিন নেতানিয়াহু নিজে এই হামলার কথা ঘোষণা করলেন
  • হামলায় কোনও হাত নেই বলে জানাল আমেরিকা

ইরানে মিসাইল হামলা চালাল ইজরায়েল। সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, ইরানের পরমাণু এবং সেনা ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। ইজরায়েলের অস্তিত্ব রক্ষার্থে এই হামলা আবশ্যক ছিল বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, 'ইজরায়েলের ইতিহাসে আমরা এক অতি গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে আছি।'

শুক্রবার টেলিভিশনে দেওয়া একটি বার্তায় নেতানিয়াহু জানিয়েছেন, ইজরায়েলের বায়ুসেনা ইরানে একের পর এক এয়ার স্ট্রাইক চালিয়েছেন। ইরানের পরমাণু প্রকল্প এবং মিসাইল উৎপাদন কেন্দ্রগুলিকেই নিশানা করা হয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেন, 'ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামের হৃদয়ে আঘাত করেছি আমরা।'

ইরানের রাজধানী তেহরান শহরে এদিন সকাল থেকেই শোনা গিয়েছে একের পর এক বিস্ফোরণের শব্দ। জানা গিয়েছে, এই হামলায় ইরানের রেভলিউশনারি গার্ড চিফ হোসেন সালাম নিহত হয়েছেন। তেহরানে ঘোষিত হয়েছে জরুরি অবস্থা।

এদিকে, এই হামলার সঙ্গে আমেরিকার কোনও যোগ নেই তা স্পষ্ট করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। ইরানের কাছে কোনও ভাবে তাদের মিলিটারি বেস আক্রমণ না করার অনুরোধ জানিয়েছেন মার্কিন বিদেশ মন্ত্রক।

 

POST A COMMENT
Advertisement