Israel airstrikes on Gaza: গাজায় ফের ভয়াবহ হামলা ইজরায়েলের, প্রাণহানি অন্তত ৮১ জনের, আহত ৪০০-র বেশি

গাজা উপত্যকায় ফের রক্তাক্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের বাতাস। ইজরায়েলি সেনাবাহিনীর একের পর এক বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত ৮১ জন প্যালেস্তাইনের বাসিন্দা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪০০-রও বেশি সাধারণ মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রকের মতে, মৃতদের মধ্যে বহু নারী ও শিশুও রয়েছে।

Advertisement
গাজায় ফের ভয়াবহ হামলা ইজরায়েলের, প্রাণহানি অন্তত ৮১ জনের, আহত ৪০০-র বেশিফের গাজায় হামলা ইজরায়েলের।-ফাইল ছবি
হাইলাইটস
  • গাজা উপত্যকায় ফের রক্তাক্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের বাতাস।
  • ইজরায়েলি সেনাবাহিনীর একের পর এক বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত ৮১ জন প্যালেস্তাইনের বাসিন্দা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪০০-রও বেশি সাধারণ মানুষ।

গাজা উপত্যকায় ফের রক্তাক্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের বাতাস। ইজরায়েলি সেনাবাহিনীর একের পর এক বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত ৮১ জন প্যালেস্তাইনের বাসিন্দা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪০০-রও বেশি সাধারণ মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রকের মতে, মৃতদের মধ্যে বহু নারী ও শিশুও রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জনবসতিপূর্ণ আবাসিক এলাকা, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, স্টেডিয়াম এবং এমনকি শরণার্থী শিবির পর্যন্তও হামলার নিশানা হয়েছে। গাজাবাসী ইউসুফ আবু নাসের বলেন, 'সবকিছু ধুলোয় ঢেকে গিয়েছিল। আমি নিজেই তাঁবুর নিচ থেকে আমার বাবাকে টেনে বের করি, আমার বোন গুরুতর আহত।'

এই হামলা এমন সময়ে ঘটল, যখন মার্কিন প্রেসিডেন্ট একটি সম্ভাব্য যুদ্ধবিরতির ইঙ্গিত দিয়েছিলেন। তবে ইজরায়েলের এই পদক্ষেপ সেই আশায় জল ঢেলেছে।

এর আগে খান ইউনিস এবং জাবালিয়া শিবিরে একাধিক হামলায় গত সপ্তাহেই ৭০ জনের বেশি প্রাণ হারায়। ফলে তিন দিনে গাজায় মোট মৃতের সংখ্যা পৌঁছেছে প্রায় ১৫০-তে।

এদিকে ইউক্রেনেও পরিস্থিতি উদ্বেগজনক। রাশিয়া ২৭ জুন রাতে ইউক্রেনের উপর শয়ে শয়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যাতে অনেক শহর বিধ্বস্ত হয়েছে এবং ইউক্রেনের একটি F-16 যুদ্ধবিমানও ধ্বংস হয়েছে। পাইলট মাকসিম উস্তিমেনকোর মৃত্যুতে রাষ্ট্রপতি জেলেনস্কি গভীর শোক প্রকাশ করেছেন।

 

POST A COMMENT
Advertisement