হিজবুল্লাহ প্রধান হাসান নারসাল্লাহকে হত্যা করা হয়েছে, দাবি করল ইজরায়েল। ইজরায়েল ডিফেন্স ফোর্স তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লিখেছে, 'হাসান নাসরাল্লাহ আর বিশ্বে সন্ত্রাস ছড়াতে পারবে না।' আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে বলেন, 'আমরা সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহ এবং অন্যান্য কমান্ডারদের দক্ষিণ ফ্রন্ট কমান্ডার আলি কারচিকে হত্যা করেছি।' শুক্রবার দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহ সদর দফতরে ইজরায়েলের বিমান হামলায় নাসরাল্লাহ এবং তাঁর মেয়ে জয়নাব নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ড্যানিয়েল হাগারি বলেন, 'ইজরায়েলের গোয়েন্দা সংস্থার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, আমাদের বিমান বাহিনীর যুদ্ধবিমান সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল্লাহর কেন্দ্রীয় সদর দফতরে টার্গেটে হামলা চালানো হয়। দাহিয়েহ এলাকায় একটি আবাসিক ভবনের বেসমেন্টে ছিলেন তিনি। হিজবুল্লাহর সিনিয়র নেতৃত্ব ইজরায়েলের নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপের কৌশল নিয়ে তার সদর দফতরে আলোচনা করছিল। সেই সময় এই হামলা চালানো হয়েছিল।'
ইজরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, 'হাসান নাসরাল্লাহ হিজবুল্লাহ প্রধান হিসাবে ৩২ বছরের মেয়াদে অসংখ্য ইজরায়েলি সাধারণ মানুষ ও সেনা হত্যা এবং হাজার হাজার সন্ত্রাসবাদী কার্যকলাপের পরিকল্পনা ও বাস্তবায়নের পিছনে ছিলেন।' আইডিএফ মুখপাত্র বলেন, হাসান নাসরাল্লাহ বিশ্বজুড়ে সন্ত্রাসবাদী হামলা চালানোর মূলে ছিলেন। এর ফলে বিভিন্ন দেশে নিরীহ অসামরিক নাগরিকদের মৃত্যু হয়েছিল। হিজবুল্লাহতে, নাসরুল্লাহই সমস্ত বড় সিদ্ধান্ত নিতেন এবং কৌশল তৈরি করতেন।'
ড্যানিয়েল হাগারির মতে, 'প্যালেস্তাইনের সন্ত্রাসবাদী সংগঠন হামাসের সঙ্গে হাসান নাসরাল্লাহর নেতৃত্বে সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল্লাহ, ২০২৩ সালের ৮ অক্টোবর ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল।' আইডিএফের একজন মুখপাত্র বলেন, 'গত বছরের অক্টোবর থেকে, হিজবুল্লাহ ইজরায়েলে অসামরিক নাগরিকদের উপর বারবার এবং বিনা উস্কানিতে হামলা চালিয়ে যাচ্ছে, এর ফলে লেবানন ও তার আশেপাশের অঞ্চলে ব্যাপক অশান্তি ছড়িয়েছে। ইজরায়েলের সামরিক বাহিনী ইজরায়েল এবং তার জনগণের বিরুদ্ধে সন্ত্রাসবাদের প্রচার বা অংশগ্রহণকারী যে কারও বিরুদ্ধে এই লড়াই অব্যাহত রাখবে।'
এদিকে, আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুতে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, 'এখানেই শেষ নয়। আমাদের বার্তা খুবই সহজ, যদি কেউ ইজরায়েলের মানুষকে ভয় দেখানো বা হুমকি দেওয়ার চেষ্টা করে - আমরা জানি কিভাবে তাদের কাছে পৌঁছাতে হয়।'