Israel-Hezbollah War: হিজবুল্লার শীর্ষ নেতাকে খতম করতে বেইরুটে এয়ারস্ট্রাইক ইজরায়েলের, নিহত বেশ কয়েক জন

ইজরায়েল-হিজবুল্লা যুদ্ধের ঝাঁজ ক্রমেই বাড়ছে। লেবাননের রাজধানী বেইরুটে নতুন করে হামলা চালাল ইজরায়েল। হিজবুল্লার মূল সদর দফতর টার্গেট করে হামলা  চালানো হয়েছে। বেইরুটে ইজরায়েল এয়ারস্ট্রাইক চালিয়েছে। যার জেরে ধোঁয়ায় ঢেকেছে লেবানন। বেশ কয়েক জন নিহত হয়েছেন বলে খবর। ইজরায়েলের টার্গেটে হিজবুল্লার বড় নেতা হাসান নাসরুল্লাহ। নাসরুল্লাহকে খতম করতেই এই হামলা চালানো হয়। 

Advertisement
 হিজবুল্লার শীর্ষ নেতাকে খতম করতে বেইরুটে এয়ারস্ট্রাইক ইজরায়েলের, নিহত বেশ কয়েক জন ফের হামলা চালাল ইজরায়েল।
হাইলাইটস
  • ইজরায়েল-হিজবুল্লা যুদ্ধের ঝাঁজ ক্রমেই বাড়ছে।
  • লেবাননের রাজধানী বেইরুটে নতুন করে হামলা চালাল ইজরায়েল।
  • হিজবুল্লার মূল সদর দফতর টার্গেট করে হামলা  চালানো হয়েছে।

ইজরায়েল-হিজবুল্লা যুদ্ধের ঝাঁজ ক্রমেই বাড়ছে। লেবাননের রাজধানী বেইরুটে নতুন করে হামলা চালাল ইজরায়েল। হিজবুল্লার মূল সদর দফতর টার্গেট করে হামলা  চালানো হয়েছে। বেইরুটে ইজরায়েল এয়ারস্ট্রাইক চালিয়েছে। যার জেরে ধোঁয়ায় ঢেকেছে লেবানন। বেশ কয়েক জন নিহত হয়েছেন বলে খবর। ইজরায়েলের টার্গেটে হিজবুল্লার বড় নেতা হাসান নাসরুল্লাহ। নাসরুল্লাহকে খতম করতেই এই হামলা চালানো হয়। 

ইজরায়েলের হামলার কয়েক ঘণ্টার মধ্যে হিজবুল্লার এক মুখপাত্র দাবি করেছেন যে, নাসরুল্লাহ অক্ষত রয়েছেন। যেখানে হামলা চালানো হয়েছে, সেখানে নাসরুল্লাহ নেই বলে জানানো হয়েছে। ইজরায়েলের হামলায় বহু ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। হামলায় ৪টি বাড়ি ভেঙে পড়েছে। একের পর এক বিস্ফোরণের খবরও পাওয়া গিয়েছে। 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, হামলায় কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। ৯০ জনেরও বেশি মানুষ জখম হয়েছেন। রাতভর চলছে উদ্ধারকাজ। 

জানা গিয়েছে, হিজবুল্লার কমান্ডারদের নিশানা করে হামলা চালায় ইজরায়েল। হামলার পর নাসরুল্লাহের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে খবর ছড়ায়। যদিও একথা অস্বীকার করেছে হিজবুল্লা। 

অন্য দিকে, হামলার আবহে কড়া বার্তা দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, 'শত্রুরা ভেবেছিল, আমরা হয়তো মাকড়সার জাল। কিন্তু আমাদের লৌহ ক্ষমতা রয়েছে।' তাঁর সংযোজন, 'যতক্ষণ যুদ্ধের পথে থাকবে হিজবুল্লা, ততক্ষণ ইজরায়েলের কিছু করার নেই, প্রত্যাঘাত চালাবে। সব হুমকি নির্মূল করে দেশের নাগরিকদের সুরক্ষিত করার সব অধিকার রয়েছে ইজরায়েলের।'

প্রসঙ্গত, ইজরায়েল এবং হামাসের মধ্যে প্রায় ১ বছর ধরে যুদ্ধ চলছে। সেই যুদ্ধের মধ্যেই ইজরায়েলে হামলা চালায় হিজবুল্লা। যার নেপথ্যে রয়েছে ইরান। পাল্টা জবাব দিচ্ছে ইজরায়েলও। এই সংঘাত সম্প্রতি ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। লেবাননে হিজবুল্লার একের পর এক ঘাঁটি লক্ষ্য করে মুহুর্মুহু হামলা চালাচ্ছে ইজরায়েল। বাড়ছে হতাহতের সংখ্যাও। 
 

POST A COMMENT
Advertisement