scorecardresearch
 

Italy explosion: ইতালিতে ভয়াবহ বিস্ফোরণ, পুড়ে খাক একের পর এক গাড়ি

ইতালির সংবাদমাধ্যম জানিয়েছে, মিলানের পোর্টা রোমানায় বিস্ফোরণ ঘটে। প্রাথমিক তদন্তে ৫টি গাড়ি পুড়ে গিয়েছে বলে খবর।

Advertisement
italy blast। ইতালি বিস্ফোরণ। italy blast। ইতালি বিস্ফোরণ।
হাইলাইটস
  • ইতালিতে বিস্ফোরণ।
  • পুড়ল অন্তত ৫টি গাড়ি।

ইতালির মিলান শহরে ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণ এতটাই তীব্র যে তার অভিঘাতে কেঁপে উঠল শহরের একাংশ। পুড়ে ছাই হয়ে গিয়েছে একাধিক গাড়ি। জানা গিয়েছে,পার্কিং লটে রাখা একটি ভ্যানে বিস্ফোরণ ঘটে। গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। 

ইতালির সংবাদমাধ্যম জানিয়েছে, মিলানের পোর্টা রোমানায় বিস্ফোরণ ঘটে। প্রাথমিক তদন্তে ৫টি গাড়ি পুড়ে গিয়েছে বলে খবর। এই ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ আশপাশের বহুতলগুলি খালি করে দেয়। শুরুতে ছোটখাট বিস্ফোরণ মনে হলেও পরে তার অভিঘাত ভয়াবহ হয়। 

আরও পড়ুন- ক্রেমলিন হামলার বদলা, ইউক্রেনে সুপারমার্কেটে রুশ ড্রোন, প্রচুর মৃত্যু

এর পিছনে কোনও ষড়যন্ত্র নেই বলে দাবি করেছেন শহরের মেয়র গিসপে সলা। তাঁর কথায়,'কারও মৃত্যু হয়নি। এটা নাশকতার ঘটনা নয়।' ভ্যানের চালক দমকলকে জানিয়েছেন, তাঁর গাড়ির ইঞ্জিন থেকে আগুনের ফুলকি বের হচ্ছিল। অক্সিজেন সিলিন্ডার বের করে থামাতে চেয়েছিলেন তিনি। তবে তাতে আগুন নেভেনি। তার পরই ঘটে বিস্ফোরণ।

২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশভিল শহরেও একটি নির্জন রাস্তায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের অভিঘাতে আশেপাশের জানালাগুলি কেঁপে ওঠে। বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। আহত হন অন্তত তিন জন। মার্কিন কর্তারা জানিয়েছিলেন, বিস্ফোরণের সঙ্গে আন্তর্জাতিক যোগ রয়েছে। ওই মামলার তদন্তভার হাতে নেয় এফবিআই।

 

Advertisement