জইশ-ই-মহম্মদ মহিলা ব্রিগেড জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের ২১ মিনিটের একটি অডিও ভাইরাল হয়েছে। সেখানে ভারতের বিরুদ্ধে ভয়ঙ্কর হামলা চালানো এবং মহিলা জেহাদিদের নিয়োগ করার ব্লু প্রিন্ট ফাঁস করতে শোনা গিয়েছে। গা কাঁটা দেওয়া সেই অডিও মেসেজ ছড়িয়ে পড়েছে চতুর্দিকে।
মাসুদের অডিও ক্লিপ
চলতি মাসের শুরুতেই ইন্ডিয়া টুডে-র রিপোর্ট অনুসারে, জইশ-ই-মহম্মদের মহিলা উইং জামাত-উল-মোমিনাতের আত্মপ্রকাশের কথা জানা গিয়েছিল। 'অপারেশন সিঁদুর'-এর সময়ে কার্যত নিশ্চিহ্ন হয়ে যাওয়া এই জঙ্গি গোষ্ঠীর পুনরায় ভারত বিরোধী নানা ছক কষার পরিকল্পনারও ইঙ্গিত মিলেছিল। এবার প্রকাশ্যে এল জইশ প্রধান মাসুদ আজহারের একটি অডিও বার্তা। বাহওয়ালপুরের মার্কাজ উসমান-ও-আলি ঘাঁটিতে সন্ত্রাসবাদী গোষ্ঠীর এই মাস্টারমাইন্ড নতুন প্ল্যান ছকছেন বলেই অনুমান করা হচ্ছে এই অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর।
অডিও বার্তায় মাসুজ আজহারকে বলতে শোনা গিয়েছে, 'আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যে মহিলারা গোষ্ঠীতে যোগদান করবেন তারা মৃত্যুর পর সরাসরি স্বর্গে যাবেন।' ভারতীয় সেনা এবং মিডিয়াতে মহিলারা রয়েছেন, তাদের পাল্টা এবার জঙ্গি ব্রিগেডে মহিলা সদস্যদের যোগদান করার আহ্বান জানিয়েছেন মাসুদ আজহার।
জইশ প্রধান কুখ্যাত এই জঙ্গিনেতাকে বলতে শোনা গিয়েছে, 'জইশের শত্রুরা হিন্দু মহিলাদের সেনাতে নিয়েছে। মহিলা সাংবাদিকদের আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে। শপথ নিচ্ছিল তাদের বিরুদ্ধে লড়াই করতে আমরা মহিলা ব্রিগেডকে নামাব।'
পাকিস্তানের সমস্ত জেলায় জামাত-উল-মোমিনাতের শাখা তৈরি করা হবে বলেও জানিয়েছেন মাসুদ আজহার। প্রত্যেক শাখার নেতৃত্বে থাকবেন জেলা মুনতাজিমারা। তারাই বাকি সদস্যদের নিয়োগ করবে।
অনলাইন ক্লাস
ইন্টালিজেন্স এবং মিডিয়া রিপোর্ট অনুযায়ী, জইশের এই মহিলা ব্রিগেডে নেওয়া হচ্ছে জঙ্গি কমান্ডারদের স্ত্রী, আর্থিক ভাবে পিছিয়ে পড়া মহিলা এবং নিহত জঙ্গিদের পরিবারের মহিলা সদস্যদের। মূলত ভারতকে যোগ্য জবাব দেওয়াই এই জঙ্গি গোষ্ঠীর টার্গেট। পুরুষ জঙ্গিদের মতোই কাঁধে কাঁধ মিলিয়ে ট্রেনিং নেবেন মহিলা জইশ জঙ্গিরা।
প্রথমে ১৫ দিনের 'দৌরা-ই-তাসকিয়া' হবে। তারপর হবে 'দৌরা-আয়াত-উল-নিসাহ'। দু'টিই ধর্মীয় নির্দেশ যা ট্রেনিং পর্বে নিতে হবে মহিলা জঙ্গিদের। 'আয় মুসলমান বেহনা' নামে এই মর্মে একটি প্যামফ্লেটও বিলি করার নির্দেশ দিয়েছেন মাসুদ আজহার। সন্ত্রাসবাদী সংগঠনের প্রমাণিত উগ্রপন্থায় দীক্ষিত করার পদ্ধতির প্রতিফলন ঘটাচ্ছে মাসুজ আজহারের এই প্যামফ্লেট বার্তা। ধর্মীয় আবরণ বং সহিংসতার দিকে ধাপে ধাপে পরিচালিত করা হবে এই মহিলা সদস্যদের। এই মর্মে অনলাইন ক্লাস এবং কোর্সও শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন উমমে মাসুদে (মাসুদ আজহারের বোন সামাইরার অ্যাকাউন্ট) পোস্ট করা হয়েছে। অক্টোবরের শেষদিক থেকে প্রতি সপ্তাহে ৫ দিন মহিলা জঙ্গিদের অনলাইন ক্লাস হবে।
নিয়মাবলীও জারি করা হয়েছে মহিলা জঙ্গিদের জন্য। কোনও অচেনা পুরুষের সঙ্গে যেন জইশ জঙ্গি মহিলারা কথাবার্তা না বলেন। ফোন কিংবা মেসেজে অচেনা পুরুষের সঙ্গে যোগাযোগ রাখা যাবে না। কেবলমাত্র স্বামী এবং নিজস্ব পরিবারের সঙ্গেই কথা বলতে পারবেন তারা। মূলত মাসুদ আজহারের পরিবারের মহিলা সদস্যরাই অনলাইন কোর্সের দায়িত্ব থাকবেন। এভাবে জঙ্গি কার্যকলাপকে ঘরে ঘরে অনলাইনের মাধ্যমে প্রবেশ করিয়ে ভারতর বিরুদ্ধে বড়সড় কোনও পরিকল্পনা করছে মাসুদ আজহার, এমনটাই অনুমান করা হচ্ছে।