জাপানের প্রধানমন্ত্রী। ফাইল ছবি।জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার বৈঠকে বিস্ফোরণ। প্রধানমন্ত্রী ফুমিও যখন বক্তৃতা দিচ্ছিলেন, ঠিক সেই সময়েই ধোঁয়া বোমা হামলা হয়। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নিরাপদে রয়েছেন। আটক করা হয়েছে হামলাকারীকে।পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানায়, ওই জায়গায় একটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। খবরে বলা হয়, কিশিদার কোনও ক্ষতি হয়নি।
নিউজ ফুটেজে দেখে মনে হচ্ছে আশেপাশের এলাকা সাফ করার সময় আধিকারিকরা বাধা দিচ্ছেন এবং একজন ব্যক্তিকে তুলে নিয়ে যাচ্ছেন। এনএইচকে আরও বলেছে যে ঘটনাটি ঘটলে কিশিদা পশ্চিম জাপানি শহরে একটি মাছ ধরার বন্দর পরিদর্শন করার পরে তার বক্তৃতা শুরু করতে চলেছেন।
প্রধানমন্ত্রীর ভাষণটি ওয়াকায়ামা নং ১ জেলার জন্য একটি নিম্নকক্ষের উপনির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার একটি অংশ ছিল। হামলার আলোকে কিশিদার বক্তব্য বাতিল করা হয়েছে। প্রকাশিত খবরে বলা হয়েছে, ভারী লোহার পাইপের টুকরোর মতো একটি বস্তুর ভিতরে বিস্ফোরক রাখা ছিল। ঘটনার পরেই দ্রুত কিশিদাকে সরিয়ে নিয়ে যান তাঁর নিরাপত্তারক্ষীরা। আটক করা হয়ে এক সন্দেহভাজন ব্যক্তিকে।
গত বছর জুলাই মাসে পশ্চিম জাপানের নারা শহরে একটি কর্মসূচি চলাকালীন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে লক্ষ্য করে গুলি ছোড়েন এক আততায়ী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছিল।
আরও পড়ুন-নববর্ষ বরণ বাংলাদেশে, রাজপথে মঙ্গল শোভাযাত্রা, বর্ণাঢ্য অনুষ্ঠানে শামিল বিদেশিরা