করাচিতে 'অজ্ঞাত ব্যক্তি'র গুলিতে মৃত্যু পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার মুফতি কায়সার ফারুকের। পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম সূত্রে মিলেছে এই খবর।
কায়সার ফারুক লস্কর-ই-তৈবার-র অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিল। ২৬/১১ মুম্বই সন্ত্রাসবাদী হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের ঘনিষ্ঠ সহযোগী ছিল মুফতি কায়সার ফারুক।
পাকিস্তানের ডন সংবাদপত্রে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, পুলিশ সূত্রের খবর, শনিবার সামানাবাদ এলাকায় একটি ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে কায়সার ফারুককে 'টার্গেট করে আক্রমণে' করা হয়।
পিঠে গুলিবিদ্ধ অবস্থায় ফারুককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
একটি সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওটি ফারুক হত্যার বলে দাবি করা হচ্ছে। আজতক বাংলা এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।
এই হামলায় ১০ বছরের একটি ছেলেও আহত হয়েছে।